ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:০২:৫০ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৪ | ৯:১২ এএম

অনলাইন সংস্করণ

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে এফওসি হবে প্রথম উদ্যোগ

২১ নভেম্বর, ২০২৪ | ৯:১২ এএম

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে এফওসি হবে প্রথম উদ্যোগ

ছবি: সংগ্রহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী রাউন্ড আগামী ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ভারতীয় প্রতিনিধি দল ঢাকায় আসবেন। দলে নেতৃত্ব দেবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সফরটি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

বুধবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, “আমরা বিশ্বাস করি যে ঢাকা ও দিল্লি একটি স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্কের পথে অগ্রসর হচ্ছে। এই এফওসি সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করবে।”

 

 

তিনি আরও বলেন, “বাংলাদেশ-ভারত উভয় দেশই সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে, ভারতের জন্যও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সমানভাবে জরুরি।”

 

 

বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে তৌহিদ হোসেন বলেন, “বড় পরিবর্তনের সময় কিছু সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। তবে উভয়পক্ষের সুবিধার জন্য এসব চ্যালেঞ্জ অতিক্রম করে ভালো কর্মসম্পর্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

 

 

এই এফওসিতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। তার সঙ্গে থাকবেন স্বরাষ্ট্র, বাণিজ্য, পানি সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সফরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হওয়ারও কথা রয়েছে। উল্লেখ্য, সর্বশেষ এফওসি ২০২৩ সালের ২৪ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে এফওসি হবে প্রথম উদ্যোগ