ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
তাঁতিদের জন্য শুল্কমুক্ত কাঁচামালের সুবিধা লুটপাটের শিকার: বানিজ্য উপদেষ্টা
২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৩৭ পিএম

ছবি: সংগ্রহ
প্রান্তিক তাঁতিরা শুল্কমুক্ত কাঁচামালের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, সরকার তাঁতিদের সহায়তা দিতে শুল্ক সুবিধা দিলেও এর অপব্যবহার হচ্ছে, যা ধনীকে আরও ধনী করছে আর গরিব তাঁতিরা আরও দরিদ্র হয়ে পড়ছেন।
বুধবার রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) সম্মেলন কক্ষে আয়োজিত ‘তাঁতিদের মাঝে ন্যায্য মূল্যে সুতা, রং ও রাসায়নিক সরবরাহ সংক্রান্ত প্রচলিত পদ্ধতির সংস্কার ও উন্নয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, "এই শুল্ক সুবিধার প্রকৃত সুবিধাভোগী হওয়ার কথা ছিল তাঁতিরা, কিন্তু দুর্বৃত্তায়নের ফলে সুবিধাটি মধ্যস্বত্বভোগীদের হাতে চলে গেছে। কিছু অসাধু ব্যবসায়ী তাঁতিদের নাম ব্যবহার করে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে বাজারে বিক্রি করছেন, যা সম্পূর্ণ অন্যায়।"
তিনি আরও বলেন, "শুধুমাত্র আইন দিয়ে দুর্বৃত্তায়ন বন্ধ করা সম্ভব নয়, সমাজে সঠিক রীতি গড়ে তুলতে হবে। রীতি ভেঙে গেলে আইন দিয়েও সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের লক্ষ্য তাঁতিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, যার জন্য যৌক্তিক মূল্যে কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে হবে, উৎপাদনশীলতা বাড়াতে হবে এবং পণ্যের বৈচিত্র আনতে হবে।"
কর্মশালায় তাঁতিরা অভিযোগ করেন, তাঁত সমিতিগুলো তাঁদের নাম ব্যবহার করে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করলেও তাঁতিরা এর সুবিধা পান না। এসব কাঁচামাল একটি চক্র বাজারে বিক্রি করে দিচ্ছে।
একটি গবেষণাপত্র উপস্থাপনের সময় জানানো হয়, তাঁতিদের মূলধনের অভাব, আমদানি প্রক্রিয়ার জটিলতা, মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা এবং শুল্কমুক্ত সুবিধার অনিয়ম তাঁত শিল্পের অন্যতম চ্যালেঞ্জ।
সিমম ফেব্রিকসের স্বত্বাধিকারী মো. জহিরুল হক বলেন, "দেশে হস্তচালিত তাঁতের সংখ্যা দিন দিন কমছে। তাঁতিরা পর্যাপ্ত মূলধন না থাকায় শুল্কমুক্ত সুবিধা নিতে পারেন না এবং মহাজনদের কাছ থেকে কাঁচামাল সংগ্রহে বাধ্য হন।"
বর্তমানে দেশে ১ লাখ ১৬ হাজার হস্তচালিত তাঁত ইউনিট রয়েছে এবং তাঁতির সংখ্যা প্রায় ৯ লাখ। অনুষ্ঠানে বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকও বক্তব্য রাখেন।
