ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২০ এএম
অনলাইন সংস্করণ
তিন দেশে ট্রাম্পের শুল্ক আরোপের পর এশিয়ার শেয়ারবাজারে বড় ধাক্কা
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২০ এএম
![তিন দেশে ট্রাম্পের শুল্ক আরোপের পর এশিয়ার শেয়ারবাজারে বড় ধাক্কা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/04/20250204101413_original_webp.webp)
ছবি: সংগ্রহ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা, মেক্সিকো এবং চীনা পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা এশিয়ার শেয়ারবাজারে ব্যাপক পতন সৃষ্টি করেছে। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে এবং বিনিয়োগকারীরা সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির কথা ভেবে শেয়ারবাজার থেকে পুঁজি তুলে নিচ্ছেন।
সোমবার সকালে হংকংয়ের হ্যাং সেং ইনডেক্স ০.৭ শতাংশ, জাপানের নিক্কেই ২২৫ সূচক ২.৮ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৩ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক ১.৯ শতাংশ কমে গেছে। চীনের মূল ভূখণ্ডের শেয়ারবাজার লুনার নববর্ষের কারণে বন্ধ ছিল, তবে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে এবং চীনা মুদ্রা ইউয়ানের বিপরীতে ডলারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অন্যদিকে, কানাডিয়ান ডলারের দাম ২০০৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্য বিরোধের কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে চলছেন। এছাড়াও, ট্রাম্পের শুল্ক আরোপের তালিকায় পরবর্তী দেশ কোনটি হতে পারে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় কানাডা থেকে আসা পণ্যের উপর ২৫ শতাংশ এবং দেশটির জ্বালানি পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। একইভাবে, মেক্সিকো থেকে আসা পণ্যে ২৫ শতাংশ এবং চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।
অর্থনীতিবিদরা সতর্ক করছেন যে, এই নতুন শুল্ক ব্যবস্থা বৈশ্বিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে এবং মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পেতে পারে, যা বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে।
![তিন দেশে ট্রাম্পের শুল্ক আরোপের পর এশিয়ার শেয়ারবাজারে বড় ধাক্কা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)