ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:০৯:৫৪ পিএম

তুরস্কের বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.৯ শতাংশ

৩ জানুয়ারি, ২০২৫ | ৭:১৩ এএম

তুরস্কের বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.৯ শতাংশ

ছবি: সংগ্রহ

তুরস্কের বাণিজ্য ঘাটতি ২০২৪ সালের নভেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০ কোটি ডলারে। তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউটের (টার্কস্ট্যাট) এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সি।

 

 

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে রফতানি এক বছর আগের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ কমে ২ হাজার ২৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ সময়ে আমদানি ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ হাজার ৯৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

 

 

জ্বালানি পণ্য ও স্বর্ণ বাদ দিয়ে নভেম্বরে বৈদেশিক বাণিজ্য ঘাটতি দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। রফতানি ও আমদানি কাভারেজ অনুপাত ৭৪ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে, যা গত বছরের একই মাসে ছিল ৭৪ দশমিক ৯ শতাংশ।

 

 

তুরস্কের প্রধান বাণিজ্য অংশীদার জার্মানিতে ১৭০ কোটি ডলার, যুক্তরাষ্ট্রে ১৫০ কোটি, যুক্তরাজ্যে ১৪০ কোটি, ইতালিতে ১২০ কোটি ও ইরাকে ১০৯ কোটি ডলারের পণ্য রফতানি করেছে।

 

 

নভেম্বরে তুরস্কের বৃহত্তম আমদানি উৎস ছিল রাশিয়া, চীন, জার্মানি, ইতালি ও সুইজারল্যান্ড। এসব দেশে যথাক্রমে আমদানির পরিমাণ ছিল ৪০০ কোটি, ৩৬০ কোটি, ২৩০ কোটি, ২০০ কোটি ও ১৩০ কোটি ডলার।

 

 

২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত তুরস্কের রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ২৩ হাজার ৮৫০ কোটি ডলারে পৌঁছেছে। অন্যদিকে একই সময়ে দেশটির আমদানি ৬ দশমিক ৩ শতাংশ কমে ৩১ হাজার ১৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০২৪ সালের প্রথম ১১ মাসে দেশটির বৈদেশিক বাণিজ্য ঘাটতি বছরে ২৬ দশমিক ৮ শতাংশ কমে ৭ হাজার ৩৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

তুরস্কের বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.৯ শতাংশ