ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৪ | ৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
তেলবাহী ট্রেনের দুর্ঘটনা,খুলনা সাথে সারাদেশের বিচ্ছিন্ন
২৩ অক্টোবর, ২০২৪ | ৯:৫৫ পিএম
![তেলবাহী ট্রেনের দুর্ঘটনা,খুলনা সাথে সারাদেশের বিচ্ছিন্ন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/23/20241023152332_original_webp.webp)
ছবি: সংগ্রহ
চুয়াডাঙ্গার জীবননগরে তেলবাহী ট্রেনের আটটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার আনছারবাড়ীয়া রেলস্টেশনের ১১ নম্বর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, ‘আনছারবাড়ীয়া রেলস্টেশনটি ক্লোজ ডাউন স্টেশন। সেখানে কোনো স্টেশন মাস্টার নেই। রাতে তেলবাহী ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। তবে ট্রেনটি আনছারবাড়ীয়া রেলস্টেশনের ডাউন সিগন্যালের ১১ নম্বর পয়েন্টের কাছে পৌঁছালে আটটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।’
তেলবাহী ট্রেনের বগি উদ্ধারে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসেছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান এই স্টেশন মাস্টার।ৃ
![তেলবাহী ট্রেনের দুর্ঘটনা,খুলনা সাথে সারাদেশের বিচ্ছিন্ন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)