ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ - ১১:৩২:০৮ এএম

তেল, আটা-ময়দা, গ্যাসসহ কিছু পণ্যে ভ্যাট তুলে দিলো এনবিআর

৩ মার্চ, ২০২৫ | ৩:৪৫ পিএম

তেল, আটা-ময়দা, গ্যাসসহ কিছু পণ্যে ভ্যাট তুলে দিলো এনবিআর

ছবি: সংগ্রহ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি কিছু পণ্যের ওপর ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে। এতে দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন খাদ্যপণ্য ও গ্যাসের দাম কমবে বলে আশা করা যাচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিস্কুট, লবণ, শর্ষে তেল, আটা, ময়দা, এলপি গ্যাস, এবং আরও কিছু পণ্য।

 

 

এনবিআরের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, কিছু পণ্যে উৎপাদন পর্যায়ে এবং কিছু পণ্যে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

 

 

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, শর্ষে তেল উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে, যার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, এবং কেনোলা অয়েল-এর উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত।

 

 

এছাড়া, দেশের ভেতরে উৎপাদিত যেসব পণ্যের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, সেগুলো হলো, বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল, ডাল বা ডাল–জাতীয় খাদ্যশস্য। 

 

 

এছাড়া, শর্তসাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাস-এর ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তবে, যারা নিজেরাই আমদানি করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেন, তারা এই সুবিধা পাবে না।

 

 

ভ্যাট অব্যাহতির সুবিধা নিতে ব্যবসায়ীদের কিছু শর্ত মানতে হবে, যেমন, ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সকল ধরনের রেজিস্টার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ন দাখিল।ৎ

 


এনবিআরের এই উদ্যোগের ফলে, সাধারণ মানুষের জন্য বিভিন্ন পণ্যের দাম কমবে এবং উৎপাদনশীল খাতগুলোর ওপর চাপ কমবে।

তেল, আটা-ময়দা, গ্যাসসহ কিছু পণ্যে ভ্যাট তুলে দিলো এনবিআর