ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩ এএম
অনলাইন সংস্করণ
তৈরি পোশাক খাতের বাইরে রপ্তানি বাড়াতে কর্মপরিকল্পনা প্রণয়ন করল সরকার
১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩ এএম
![তৈরি পোশাক খাতের বাইরে রপ্তানি বাড়াতে কর্মপরিকল্পনা প্রণয়ন করল সরকার](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/12/20250212110551_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় দেশের তৈরি পোশাক খাতের বাইরে গুরুত্বপূর্ণ রপ্তানি খাতগুলোর সক্ষমতা বাড়াতে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। ১০ ফেব্রুয়ারি সরকারের একটি আদেশের মাধ্যমে চামড়া, পাট, কৃষি, প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং ওষুধশিল্প খাতের রপ্তানি সক্ষমতা বাড়ানোর জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে, একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইডিবি) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
এই কমিটি আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দাখিল করবে, যেখানে এসব খাতের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পথে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করার পাশাপাশি, আর্থিক ও অ-আর্থিক সহায়তার জন্য সুপারিশ থাকবে। বিশেষত, ২০২৬ সালে এলডিসি (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর এই খাতগুলোর জন্য নগদ প্রণোদনা বন্ধ হয়ে গেলে, কী ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং সেগুলোর সমাধান কীভাবে করা যেতে পারে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এফবিসিসিআই এর প্রশাসক মো. হাফিজুর রহমান এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, "অনেক বছর ধরে রপ্তানি বৈচিত্র্যকরণের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও, এই খাতগুলোর জন্য সুনির্দিষ্টভাবে কোনো কমিটি কাজ করেনি। এলডিসি গ্রাজুয়েশনের আগে এই ধরনের উদ্যোগ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।"
এছাড়া, কমিটির এক সদস্য জানান, গত বছর বাজেট প্রণয়নের সময় রপ্তানি খাতগুলোর নগদ সহায়তা কমানো হয়েছিল। তারা মনে করছেন, এলডিসি থেকে উত্তরণের পর সরকার বিকল্প প্রণোদনা ব্যবস্থার পরিকল্পনা করবে, যার মধ্যে বিদ্যুৎ বিলে ভর্তুকি এবং অন্যান্য প্রণোদনা অন্তর্ভুক্ত থাকতে পারে।
এছাড়া, তারা উল্লেখ করেছেন যে, আগামী বাজেটের আগেই এই কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে এবং নতুন বাজেটে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা আসবে।
- ট্যাগ সমূহঃ
- তৈরি পোশাক
- রপ্তানি
- কর্মপরিকল্পনা
- প্রণয়ন করল
- সরকার
![তৈরি পোশাক খাতের বাইরে রপ্তানি বাড়াতে কর্মপরিকল্পনা প্রণয়ন করল সরকার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)