ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫৫:০৪ পিএম

থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা

২৩ জানুয়ারি, ২০২৫ | ১০:১৫ এএম

থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা

ছবি: সংগ্রহ

বাংলাদেশী নাগরিকদের জন্য থাই দূতাবাস সম্প্রতি ই-ভিসা ব্যবস্থা চালু করেছে, যাতে তারা সহজে এবং দ্রুত থাইল্যান্ডে ভ্রমণের জন্য ভিসা পেতে পারেন। তবে নতুন এই সিস্টেমে পেমেন্ট সংক্রান্ত জটিলতার কারণে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন।

 

 

থাই দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ই-ভিসা প্রক্রিয়ার মাধ্যমে এখন থেকে মাত্র ১০ দিনের মধ্যে ভিসা পাওয়া সম্ভব হবে, তবে বাস্তবে সিস্টেমে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষ করে পেমেন্ট প্রসেসিং নিয়ে অভিযোগ উঠছে।

 

 

পেমেন্টের জন্য ব্যাংকিং গেটওয়ে হিসেবে শ্রীলঙ্কার কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসিকে নির্ধারণ করা হয়েছে, যেখানে আবেদনের পর মাত্র তিন ঘণ্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হয়। তবে, দিনের নির্ধারিত ৪০০টি ভিসা আবেদনেই সীমাবদ্ধতা থাকায় প্রতি দিন কয়েক হাজার আবেদন জমা পড়লেও অনেকেই শেষ পর্যন্ত পেমেন্টে ব্যর্থ হচ্ছেন।

 

 

আগে যেখানে বাংলাদেশী নাগরিকরা থাই স্টিকার ভিসা পেতে অনুমোদিত কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট জমা দিতেন, সেখানে এখন অনলাইনে আবেদন এবং পেমেন্টে সমস্যার কারণে ভিসার প্রাপ্তি অনেকের জন্য সময়সাপেক্ষ হয়ে পড়েছে।

 

 

থাই দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অবগত, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থাই কর্তৃপক্ষের সাথে এ সমস্যার সমাধানের জন্য কাজ করছে। তারা জানান, প্রক্রিয়া ত্বরান্বিত এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

 

এই পরিস্থিতিতে, ভ্রমণপ্রত্যাশীরা থাই ভিসা পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে, তবে থাই কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা