ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৪ | ৩:০ এএম
অনলাইন সংস্করণ
দখলের চক্রান্তে নজরুল ইসলাম মজুমদার গং
১৪ অক্টোবর, ২০২৪ | ৩:০ এএম
![দখলের চক্রান্তে নজরুল ইসলাম মজুমদার গং](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/13/20241013151939_original_webp.webp)
ছবি: সংগ্রহ
এবার ব্যাংক লুটেরা নজরুল ইসলাম মজুমদার গংয়ের নজর পড়েছে বেসরকারি খাতের যমুনা ব্যাংক। ব্যাংক খাতের মাফিয়া বলে পরিচিত নজরুল ইসলাম মজুমদার কারাগারে থাকলেও তার লোকজন ব্যাংকটি দখল নিতে মরিয়া
ব্যাংক সংস্কারের নামে এ দখল প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন মজুমদারের লোক হিসেবে পরিচিত নূর মোহম্মদ। যিনি ছিলেন এক সময় এ ব্যাংকটির চেয়ারম্যান এবং যার বিরুদ্ধে কয়েকশ’ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। দুর্নীতি অনিয়মের দায়ে কেন্দ্রীয় ব্যাংক তাকে অভিযুক্ত করার পর চেয়ারম্যান পদ হারান। নতুন সরকার গঠিত হওয়ার পর ব্যাংক সংস্কারের নামে দখলের পাঁয়তারা করছেন জাতীয় পার্টির সাবেক এ এমপি নূর মোহাম্মদ। তার বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।
এসব কারণে ব্যাংকটিতে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। পরিচালকদের ঋণ দেওয়া-নেওয়ার অনৈতিক চাপ না থাকায় ব্যাংকটি সব সূচকেই বেশ ভালো অবস্থানে রয়েছে। কিন্তু সম্প্রতি সংস্কারের নামে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও পরিচালক নূর মোহাম্মদ প্রচলিত ধারাবাহিকতা ভেঙে সময়ের আগেই নিজে চেয়ারম্যান হওয়ার চেষ্টা করছেন। শুধু তাই নয়, তিন নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার জন্য পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন।
আওয়ামী লীগ সরকারের সময় নূর মোহাম্মদ দুবার যমুনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়ে তার বিরুদ্ধে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এমনকি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনেও তা ধরা পড়ে। পরিদর্শনে প্রমাণিত হয়, ব্যাংকের স্বার্থ পরিপন্থিভাবে নিজের মেয়ে, জামাতাসহ ঘনিষ্ঠজনদের অতি উচ্চ বেতনে চাকরি দিয়েছিলেন। পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী, নূর মোহাম্মদ তার মেয়ে সাদিয়া বিনতে নূরকে যমুনা ব্যাংক ফাউন্ডেশন কমপ্লেক্সের চিকিৎসক হিসেবে নিয়োগ দেন। ২০২২-২৩ অর্থবছরে তিনি কমপ্লেক্সের প্রশাসক এবং হেড অব ডেন্টাল হিসেবে দুটি সূত্র থেকে বেতন গ্রহণ করেন, যা হিসাব নম্বর ০০১০০৩১০০২৬৯৮৫ ও যার মোট টাকার পরিমাণ প্রায় ৫৬ লাখ ৩১ হাজার টাকা। পরে বাংলাদেশ ব্যাংকের আপত্তির কারণে ২০২৩ সালের ৪ ডিসেম্বর সাদিয়া ২৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা ফেরত দিতে বাধ্য হন।
শুধু তাই নয়, সে সময়ে তিনি তার জামাতাকেও অনৈতিকভাবে কমপ্লেক্সের ডাক্তার হিসেবে নিয়োগ দেন। অথচ তিনি তখন সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে তিনি ৬৫ বছর পেরোনো একজন অবসরপ্রাপ্ত জেলা জজকে ব্যাংকে নিয়োগ দিয়েছিলেন। এমনকি আওয়ামী লীগ সরকারের মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত নারীকেও যমুনা ব্যাংকে চাকরি দিয়েছিলেন। এছাড়া ব্যাংকের প্রভাব কাজে লাগিয়ে নূর মোহাম্মদের দুর্নীতি বিস্তৃতি হয়েছে সরকারি নির্মাণ প্রকল্পের ঠিকাদারি ব্যবসাতেও। ব্যাংকটির পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অনৈতিক চাপ দিয়ে ঠিকাদারদের ঋণ দিতেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের ঋণ মূল্যায়নে অনিয়ম করে এর বিনিময়ে তিনি সাব-কন্ট্রাক্টর হিসেবে তাদের প্রকল্পের কাজ করতেন। অর্থাৎ ব্যাংকের টাকা দিয়ে তিনি ব্যবসা করতেন। এ বিষয়ে জানতে নূর মোহাম্মদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।
![দখলের চক্রান্তে নজরুল ইসলাম মজুমদার গং](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)