ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:৫৮:১০ এএম

দরিদ্র জনগোষ্ঠীর সবাইকে টিসিবি কার্ড দেওয়া সম্ভব নয়: বাণিজ্য উপদেষ্টা

৩১ ডিসেম্বর, ২০২৪ | ৯:১২ এএম

দরিদ্র জনগোষ্ঠীর সবাইকে টিসিবি কার্ড দেওয়া সম্ভব নয়: বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগ্রহ

সীমিত সম্পদের কারণে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সবাইকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

 

গতকাল সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

শেখ বশিরউদ্দীন বলেন, “প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রকৃত উপকারভোগী নির্বাচন করে টিসিবি ফ্যামিলি কার্ড বিতরণের ব্যবস্থা করা হবে। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি।”

 

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিছুটা স্বস্তি পৌঁছে দেওয়া। টিসিবি কার্ড বিতরণের মাধ্যমে দরিদ্রদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। দেশের প্রায় ৫ কোটি দরিদ্র জনগণের মধ্যে অন্তত ১ কোটি প্রকৃত দরিদ্রকে এই সুবিধার আওতায় আনতে চাই।”

 

রাজশাহী জেলায় ১ লাখ দরিদ্র মানুষকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কেনার কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

 


আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে পর্যাপ্ত পণ্যের মজুত নিশ্চিত করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, “রমজান সংশ্লিষ্ট সব পণ্য পর্যাপ্ত মজুত থাকায় বাজার স্থিতিশীল থাকবে এবং নিত্যপণ্যের দাম নিম্নমুখী হবে।”

 

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

 

মতবিনিময় সভায় উপস্থিত অংশীজনরা দরিদ্র জনগোষ্ঠীর মাঝে টিসিবি কার্ড বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং যথাযথ মানদণ্ড অনুসরণের আহ্বান জানান।

দরিদ্র জনগোষ্ঠীর সবাইকে টিসিবি কার্ড দেওয়া সম্ভব নয়: বাণিজ্য উপদেষ্টা