ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:১৭:৫০ পিএম

দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার

১৭ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩০ এএম

দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার

ছবি: সংগ্রহ

রমজানে ভোক্তা পর্যায়ে ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে সরকার সয়াবিন, সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানি এবং উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অগ্রিম কর হ্রাসের ঘোষণা দিয়েছে।

 

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই পদক্ষেপের আওতায় আগামী ৩১ মার্চ পর্যন্ত ভ্যাট ও অগ্রিম কর অব্যাহতি দেওয়া হবে।

 

পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল এবং অপরিশোধিত সানফ্লাওয়ার তেল ও ক্যানোলা তেলের আমদানিতে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


পরিশোধিত সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকবে। অপরিশোধিত ও পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানিতে অগ্রিম কর মওকুফ করা হয়েছে।


সরকার জানিয়েছে, ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও রমজানকে সামনে রেখে ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এর আগে, গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়ানো হয়েছিল। তবে বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আমদানিকারকদের সুবিধা দিতেই নতুন করে কর অব্যাহতির সিদ্ধান্ত এসেছে।


প্রজ্ঞাপনের মাধ্যমে ভোজ্য তেলের আমদানি ও উৎপাদন খরচ কমবে, ফলে রমজান মাসে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং বাজারে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এই পদক্ষেপে আমদানিকারক ও ব্যবসায়ীদেরও স্বস্তি মিলবে বলে আশা করছে সরকার।

দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার