ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ৩:১৯:৫০ পিএম

দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৫৫ পিএম

দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগ্রহ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ অভিযানে কোনো কর্মচারী বা বাহিনীর কেউ যদি গাফিলতি করে, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার বা কারা অধিদপ্তর— যে কোনো বাহিনীর সদস্য যদি দায়িত্ব পালনে অবহেলা করেন, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

মঙ্গলবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের শাহাদাতবার্ষিকী ও ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

 

 

দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান অভিযানের সফলতা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "সফলতা-ব্যর্থতা আপনারা (সাংবাদিক) মূল্যায়ন করবেন। আমি তো ভাবছিলাম, আপডেট আপনারা দেবেন। আপনারা সত্য সংবাদ পরিবেশন করুন, আমরা ব্যবস্থা নেব। দুই এসপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আমরা ব্যবস্থা নিয়েছি। সত্য সংবাদের ভিত্তিতে অবশ্যই আমরা পদক্ষেপ নেব।"

 

 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারগুলোর দুটি মূল দাবি ছিল। একটি বিচারের দাবি, আরেকটি শহীদ সেনা দিবস ঘোষণা করা। সরকার ইতোমধ্যে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে এবং এবারই প্রথমবারের মতো দিবসটি পালিত হচ্ছে।

 

 

তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে আশা করা যাচ্ছে। প্রতিবেদনের ভিত্তিতে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিচারের আওতায় আনা হবে।

 

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চলমান বিশেষ অভিযান সফল করতে সব বাহিনীকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। দায়িত্বে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

দেশের জনগণকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নিরাপদ ও সুশৃঙ্খল দেশ গড়ে তুলতে সক্ষম হবো।"

দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা