ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ
দুপুরে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৫ এএম
![দুপুরে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/09/20241209100809_original_webp.webp)
ছবি: সংগ্রহ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূত এবং আরও একটি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকটি দুপুর ১২টায় ঢাকায় অনুষ্ঠিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন।
বাণিজ্য ইইউ বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার। বাণিজ্য সেবা এবং জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স) সুবিধার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা চায়। ইইউর কাছ থেকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রত্যাশা রয়েছে।
রোহিঙ্গা সংকট মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চলমান সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ প্রয়োগে ইইউর সমর্থন চাওয়া হতে পারে। বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক ব্রেক্সিট-পরবর্তী সময়ে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের বিষয়েও আলোচনা হবে।
এ বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ওপর জোর দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে নতুন উদ্যোগ নিতে আগ্রহী।
ইইউ মানবাধিকার, গণতন্ত্র এবং বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। গত এক দশকে ইইউ বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য শুল্কমুক্ত সুবিধা প্রদান করেছে, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এর ফলাফল সম্পর্কে বিস্তারিত জানাবে বলে আশা করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- ইইউর
- রাষ্ট্রদূতের
- বৈঠকে
![দুপুরে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)