ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৪৭:১১ পিএম

দুর্ঘটনার পরও ১ ঘণ্টা বেঁচে ছিলেন এক আরোহী

২১ মে, ২০২৪ | ৯:৪৬ এএম

দুর্ঘটনার পরও ১ ঘণ্টা বেঁচে ছিলেন এক আরোহী

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী ওই হেলিকপ্টারে ছিলেন মোহাম্মদ আলি আল-হাশেম। তিনি তাবরিজের জুমার ইমাম ছিলেন। এ ছাড়াও তিনি ছিলেন সর্বোচ্চ নেতার প্রতিনিধি।

 

এই দুর্ঘটনায় ক্রুসহ সর্বমোট ৯ জনের মৃত্যু হয়েছে।

 

ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান মোহাম্মদ নামির দাবি, আল হাশেম দুর্ঘটনার পরও পুরো এক ঘণ্টা বেঁচে ছিলেন। এমনকি তিনি প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগেরও চেষ্টা করেছিলেন।

 

‘আরোহীদের শনাক্ত করতে কোনো ডিএনএন টেস্টের প্রয়োজন নেই,’ বলেন নামি। এর আগে রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও অন্য কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়।

 

সোমবার সকালে একটি ড্রোন ফুটেজে দেখা যায়, হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। এরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান দুর্ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট জো-বাইডেনকে তার সহযোগীরা ব্রিফ করেছেন। তবে প্রশাসনের কর্মকর্তারা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ্যে যা প্রকাশিত হয়েছে তার চেয়ে বেশি কিছু জানতে পারেননি।

দুর্ঘটনার পরও ১ ঘণ্টা বেঁচে ছিলেন এক আরোহী