ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৪ | ২:৫২ পিএম
অনলাইন সংস্করণ
দুর্বল ব্যাংকের সম্পদ পর্যালোচনা শুরু শিগগিরই: গভর্নর
১৩ ডিসেম্বর, ২০২৪ | ২:৫২ পিএম
![দুর্বল ব্যাংকের সম্পদ পর্যালোচনা শুরু শিগগিরই: গভর্নর](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/13/20241213145237_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশের বেশকিছু ব্যাংক তারল্য সংকটে ভুগছে। এদের সম্পদ পর্যালোচনা কার্যক্রম শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
দেশে এলসি খুলতে কোন জটিলতা নেই উল্লেখ করে গভর্নর বলেন, গত চার মাসে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী কর্মীরা। যা অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি সম্পর্কে আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে অন্তত একবছর সময় লাগবে। আসছে জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামবে। আর আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।
আলু-পেঁয়াজের দাম প্রসঙ্গে তিনি বলেন, গত আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যার কারণে সময়মতো আলু ও পেঁয়াজ উৎপাদন করা যায়নি। এ কারণে দামটা বেশি।
![দুর্বল ব্যাংকের সম্পদ পর্যালোচনা শুরু শিগগিরই: গভর্নর](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)