ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ
দেশকে ৪ প্রদেশে বিভক্ত করার সুপারিশ
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:২৭ পিএম
ছবি: সংগ্রহ
দেশের প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রস্তাবনা নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। কমিশন বলছে, ক্ষমতা এবং পরিষেবা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে ঢাকা শহরের ওপর চাপ কমানোর জন্য দেশের পুরোনো চারটি বিভাগের সীমানাকে চারটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসনব্যবস্থা চালু করা উচিত।
এ বিষয়ে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং সরকারের কার্যপরিধি বিস্তৃত হওয়ার কারণে বর্তমান প্রশাসনিক কাঠামো যথেষ্ট নয়। এককেন্দ্রিক ব্যবস্থায় মন্ত্রণালয় পর্যায়ে হাজারো ছোটো কাজ সম্পাদিত হয়, যা দেশের বিশাল জনসংখ্যার জন্য উপযুক্ত নয়। প্রাদেশিক শাসনব্যবস্থা চালু হলে একদিকে ক্ষমতার কেন্দ্রীয়করণ কমবে, অন্যদিকে ঢাকার ওপর চাপও অনেকটা কমবে।
কমিশনের প্রতিবেদনে জেলা পরিষদ নিয়ে আলোচনা রয়েছে। বলা হয়েছে, বেশিরভাগ জেলা পরিষদ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয় এবং নাগরিকদের সরাসরি নির্বাচিত চেয়ারম্যান নেই। ফলে জেলা পরিষদ বাতিল করা যেতে পারে এবং এর সহায়-সম্পদ প্রস্তাবিত প্রাদেশিক সরকারের কাছে হস্তান্তর করা হতে পারে।
পৌরসভা এবং উপজেলা পরিষদ শক্তিশালীকরণ
প্রতিবেদন অনুযায়ী, পৌরসভাগুলিকে আরও শক্তিশালী করতে এবং স্থানীয় সরকারের আরও কার্যকর ব্যবস্থা তৈরি করতে পৌরসভা চেয়ারম্যানদের নির্বাচিত করার জন্য ওয়ার্ড মেম্বারদের ভোটে নির্বাচন করার সুপারিশ করা হয়েছে। একইভাবে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ বাতিল করার এবং উপজেলা পরিষদকে আরও জনপ্রতিনিধিত্বশীল করার প্রস্তাবও উঠেছে।
কমিশন ইউপি চেয়ারম্যানের নির্বাচন মেম্বারদের ভোটের মাধ্যমে করার প্রস্তাব দিয়েছে। এছাড়া, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সংখ্যা জনসংখ্যার অনুপাতে ৯-১১ করার এবং প্রতি ওয়ার্ডে এক নারী সদস্য নির্বাচিত করার প্রস্তাব করা হয়েছে। এতে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং তাদের কর্ম এলাকা নির্দিষ্ট হবে।
কমিশন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলির উন্নয়নে আরও কিছু সুপারিশ করেছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপানুষ্ঠানিক ও মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম, কৃষি ও পানি-বিষয়ক কমিটি গঠন এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রাম আদালত বা সালিশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রস্তাব করা হয়েছে, যাতে গ্রাম পর্যায়ে মামলা-বিরোধ কমে আসে।
এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে দেশে প্রশাসনিক কাঠামো আরও কার্যকর এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলির মধ্যে সুষম ভারসাম্য প্রতিষ্ঠিত হতে পারে।
- ট্যাগ সমূহঃ
- দেশকে
- ৪ প্রদেশে
- বিভক্ত করার
- সুপারিশ