ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৪ | ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২.৮৫ লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
১৮ নভেম্বর, ২০২৪ | ১১:৫৯ এএম
![দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২.৮৫ লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/18/20241118115908_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ আশঙ্কাজনকভাবে বেড়ে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা।
২০০৯ সালে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। কিন্তু গত ১৫ বছরে তা দ্রুত বৃদ্ধি পেয়ে বর্তমানে বিতরণ করা ঋণের প্রায় ১৭ শতাংশে পৌঁছেছে। জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা, যা তখন মোট ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ ছিল।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বেসরকারি ব্যাংকগুলো এ বৃদ্ধির জন্য বেশি দায়ী। এই সময়ে সরকারি ব্যাংকের খেলাপি ঋণ ২৩ হাজার ৬২৮ কোটি টাকা বৃদ্ধি পেলেও বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে তা ৪৯ হাজার ৮৮৫ কোটি টাকা বেড়েছে।
বিশেষত, বিতর্কিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হওয়া ব্যাংকগুলোর প্রকৃত চিত্র প্রকাশ পাওয়ায় খেলাপি ঋণ দ্বিগুণ হয়েছে। ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ এবং এস আলম গ্রুপের মতো বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর ঋণও খেলাপিতে পরিণত হয়েছে।
ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করেন, অবলোপন করা ঋণ ও আদালতের আদেশে স্থগিত থাকা ঋণ হিসাবের বাইরে থাকায় প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি হতে পারে। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাত সংস্কারে কাজ শুরু করেছে, ফলে আগামী দিনে খেলাপি ঋণের আরও তথ্য প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
![দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২.৮৫ লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)