ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:২৪:৫০ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৫২ পিএম

অনলাইন সংস্করণ

দেশের হারানো গৌরব ফিরে পেতে বিশ্বব্যাপী কাজ করছেন প্রধান উপদেষ্টা

১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৫২ পিএম

দেশের হারানো গৌরব ফিরে পেতে বিশ্বব্যাপী কাজ করছেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগ্রহ

বাংলাদেশ তার হারানো গৌরব ফিরে পেতে কাজ করছে এবং সেই লক্ষ্যে বিশ্বব্যাপী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

 

প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকারের বৈদেশিক নীতির মূল লক্ষ্য বাংলাদেশের ইমেজ উন্নয়ন। এ লক্ষ্যকে সামনে রেখে প্রধান উপদেষ্টা বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা, আজারবাইজানের বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন এবং মিশরের কায়রোতে ডি-৮ সম্মেলন।

 

 

শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা যেখানে গিয়েছেন সেখানে বাংলাদেশের প্রতি সম্মান বেড়েছে। এসব সম্মেলনে অংশগ্রহণের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের ইতিবাচক পরিচিতি তুলে ধরা। সম্মেলনগুলোতে অনেক দেশ বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে এবং তারা বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।”

 

 

এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব জানান, বাংলাদেশের বিদেশি সম্পর্ক উন্নয়নে কাজ চলছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মালয়েশিয়া এবং বাহরাইনসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, “গণতান্ত্রিক সরকারের অধীনে দেশে বিদেশে সম্মান পাওয়া সম্ভব, যা বিগত সরকারের আমলে ছিল না। এর কারণেই আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা কিছুটা ক্ষুণ্ন হয়েছিল।” প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

দেশের হারানো গৌরব ফিরে পেতে বিশ্বব্যাপী কাজ করছেন প্রধান উপদেষ্টা