ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৫ | ৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ
দেশে অপরাধের সংখ্যা বেড়েছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ জানুয়ারি, ২০২৫ | ৩:৪০ পিএম

ছবি: সংগ্রহ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘‘দেশে অপরাধের সংখ্যা বেড়েছে, তবে অপরাধীরা ধরা পড়ছে।’’ রবিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘‘জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানের সময় দেশের কারাগার থেকে পলাতক ২ হাজার ২০০ আসামির মধ্যে এখনও ৭০০ আসামি পলাতক রয়েছেন।’’ তিনি আরও বলেন, ‘‘পুলিশ বাহিনীর কাজের ঘাটতির কারণে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।’’
এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি নতুন জরুরি সেবা হটলাইন (০৯৬১২০২১৬৯০) উদ্বোধন করেন। তিনি জানান, ‘‘এই হটলাইন সেবার মাধ্যমে বন্দীদের অবস্থান, প্যারোলে মুক্তি, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাতকারের তারিখসহ যাবতীয় তথ্য জানা যাবে।’’ বন্দির স্বজনরা এই নম্বরে ফোন করে এসব তথ্য জানতে পারবেন।
তিনি আরও বলেন, ‘‘যারা জুলাই-আগস্টে আন্দোলনে আহত হয়েছেন, তাদের কারাগারের এই হটলাইন সেবায় নিয়োগ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’’
এ সময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, কারা উপ-মহাপরিদর্শক (ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার এবং জেলার একেএএম মাসুম প্রমুখ।
- ট্যাগ সমূহঃ
- দেশে
- অপরাধের
- সংখ্যা বেড়েছে
- স্বরাষ্ট্র উপদেষ্টা
