ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৬ মার্চ, ২০২৫ | ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ
দেশে নতুন কর্মসংস্থান কম হচ্ছে : অর্থ উপদেষ্টা
৬ মার্চ, ২০২৫ | ১২:৫১ পিএম

ছবি: সংগ্রহ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, "সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থা খারাপ তা কিন্তু নয়। তবে নতুন কর্মসংস্থান কম হচ্ছে, এজন্য কিছু মানুষের কষ্ট হচ্ছে—এটি সরকার স্বীকার করছে।"
বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, "মূল্যবৃদ্ধির তুলনায় আয়ের বিষয়টি বড়। আমরা বাজার ব্যবস্থার ওপর নজর রাখছি, এবং বর্তমানে গত বছরের তুলনায় নিত্যপণ্যের দাম অনেক কম।"
তিনি বলেন, "নতুন কর্মসংস্থান কম হচ্ছে, তবে আমরা শিল্প ও ব্যবসায় খাতকে সহায়তা দিচ্ছি। গার্মেন্টস খাতেও ক্যাশ ইনসেনটিভ দেওয়া হচ্ছে। কিছু প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের ত্রুটি বা বাজার চাহিদার অভাব থাকলেও সরকার সহযোগিতা করছে।"
গত সরকারের সময় বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "বেক্সিমকোর মতো কিছু প্রতিষ্ঠান ইউনিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাদের ব্যবস্থাপনার সমস্যা ও অনিয়মের কারণেই এমন পরিস্থিতি হয়েছে। সরকার জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে চায় এবং স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক খাতে বিনিয়োগে অগ্রাধিকার দিচ্ছে।"
এলওসি প্রকল্প নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এই প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়ন করা হচ্ছে। কিছু প্রকল্পে ধীরগতি রয়েছে, তবে এগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব নয়। এটি শুধু অর্থনৈতিক নয়, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ও বটে। তাই আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছি।"
দেশে এলএনজি সংকটের আশঙ্কা নেই বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, "সরকার ইতোমধ্যে দুইটি লটে এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে। আমরা নিশ্চিত করব, জ্বালানি সরবরাহ কোনোভাবে বাধাগ্রস্ত না হয়।"
সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে বলে জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- ট্যাগ সমূহঃ
- দেশে
- কর্মসংস্থান
- কম হচ্ছে
- অর্থ উপদেষ্টা
