ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২৫ | ৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
দেশ চালাতে রাজস্ব লাগবে, সেজন্য উদ্যোগ নিতে হবে
২ জানুয়ারি, ২০২৫ | ৫:৫৫ পিএম
![দেশ চালাতে রাজস্ব লাগবে, সেজন্য উদ্যোগ নিতে হবে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/02/20250102165647_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশ চালাতে প্রয়োজনীয় রাজস্ব আদায়ের লক্ষ্যে ভ্যাট বৃদ্ধির একটি প্রস্তাব উত্থাপন করেছে। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, এ প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি এবং চূড়ান্ত অনুমোদনের পর বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন
এনবিআরের প্রস্তাব অনুযায়ী, এসি রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে নন-এসি হোটেল সেবার ভ্যাট হার সাড়ে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পোশাক আউটলেটে বর্তমানে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপিত রয়েছে। এটি ১৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব আনা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পোশাকের দাম বাড়বে। একইভাবে মিষ্টি কেনার ক্ষেত্রেও ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ৪৩ ধরনের পণ্য ও সেবায় ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বিস্কুট, আচার, সিআর কয়েল, ম্যাট্রেস, ট্রান্সফরমার, টিস্যু পেপার এবং ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট বৃদ্ধির এ প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধনী) অধ্যাদেশ-২০২৫-এর খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে চূড়ান্ত হবে।
ভ্যাট বৃদ্ধির উদ্দেশ্য কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন। কর-জিডিপি অনুপাত বৃদ্ধি। হ্রাসকৃত ভ্যাট হার সংকোচনপূর্বক আদর্শ হারে উন্নীতকরণ
ভ্যাট বৃদ্ধির ফলে রেস্তোরাঁ, পোশাক, মিষ্টি এবং বিভিন্ন পণ্যের খরচ বাড়বে, যা সাধারণ ভোক্তাদের জন্য ব্যয় বাড়ার কারণ হতে পারে। একইসঙ্গে নন-এসি হোটেল সেবা এবং বিমানের টিকিটের দামও বাড়ার সম্ভাবনা রয়েছে।
সরকারের এই উদ্যোগ রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করলেও সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ে চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
![দেশ চালাতে রাজস্ব লাগবে, সেজন্য উদ্যোগ নিতে হবে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)