ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:৪৫:০৫ পিএম

দেড় হাজার ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা

২৯ জানুয়ারি, ২০২৫ | ১০:০ পিএম

দেড় হাজার ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা

ছবি: সংগ্রহ

দেশের ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদ্রাসা বিভাগ) এসএম মাসুদুল হক।


মাদ্রাসা জাতীয়করণ, নতুন নীতিমালা প্রণয়নসহ ছয় দফা দাবিতে ১৯ জানুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে গত রোববার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করলে শিক্ষকদের টিয়ার শেল ও লাঠিচার্জে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সোমবার শিক্ষকদের দেয়া ২৪ ঘণ্টা আলটিমেটামের পরও সরকার কোনো ব্যবস্থা না নেয়ায় গতকাল দশম দিনের মতো আন্দোলন শুরু করেন শিক্ষকরা। পরে বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের প্রতিনিধি দলকে ডাকা হয়। মন্ত্রণালয়ে বৈঠকে শিক্ষকদের ছয় দফা দাবি মেনে নেয়া হয়।


বৈঠক শেষে শাহবাগে অবস্থানরত শিক্ষকদের সামনে জাতীয়করণ করাসহ সব দাবি মেনে নেয়ার ঘোষণা দেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মাসুদুল হক। তিনি বলেন, ‘‌আপনাদের দাবি অনুযায়ী সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। মাদ্রাসার একাডেমিক যে স্বীকৃতি বন্ধ ছিল এতদিন, সেটি জুনের মধ্যে চালু করা হবে। প্রাথমিকভাবে ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য মাদ্রাসাও করা হবে।’

 

দাবি মেনে নেয়ায় আনন্দ মিছিল করেন শিক্ষকরা। অনেকে আনন্দে কান্না শুরু করেন। এমন সিদ্ধান্তের জন্য সরকার ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তবে দ্রুত এসব আশ্বাস বাস্তবায়ন করার দাবি তাদের।

 

আন্দোলনের আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, ‘‌অনেক দিন ধরে আন্দোলনের মাধ্যমে আমরা নিজেদের দাবিগুলো তুলে ধরেছি। আজ আমরা সরকারের প্রতিনিধির সঙ্গে বসেছি। তারাও স্বীকার করেছেন আমাদের দাবি যৌক্তিক। তাই এগুলো পূরণ করার আশ্বাস দিয়েছেন।’

 

সরকারি হিসাবমতে দেশে সরকারি অনুদানপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ১ হাজার ৫১৯টি। সরকারি অনুদান পাওয়া মাদ্রাসায় প্রধান শিক্ষকের বেতন ৫ হাজার এবং সহকারী শিক্ষকের বেতন ৩ হাজার টাকা। এছাড়া ৫ হাজার ৯৩২টি মাদ্রাসা রয়েছে যেগুলো সরকারি অনুদান পায় না।

দেড় হাজার ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা