ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৫ | ৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরূপ প্রভাবের শিকার ৭৫ ভাগ তরুণ
২৮ জানুয়ারি, ২০২৫ | ৭:৩০ পিএম
![দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরূপ প্রভাবের শিকার ৭৫ ভাগ তরুণ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/28/20250128143435_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানসিক ও শারীরিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে বলে মনে করেন ৭৫ দশমিক ১ শতাংশ তরুণ। এমনকি গত দুই থেকে তিন মাস ধরে দেশের সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় ৮৩ দশমকি ৫ শতাংশ তরুণ মনে করেন তাদের জন্য সামাজিক ও মানসিক কাউন্সেলিংয়ের প্রয়োজন। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর মহাখালী মেডোনা টাওয়ারে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমসাময়িক বাংলাদেশে যুব সমাজের অবস্থান, ভাবনা ও প্রত্যাশা প্রসঙ্গে ‘ইয়ুথ ম্যাটার্স সার্ভে’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
জরিপের ফলাফল উপস্থাপন করেন মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন রিসার্চ ম্যানেজার আবুল খায়ের সজীব। ১ হাজার ৫৭৫ জন তরুণের মধ্যে মাঠ পর্যায়ে (সরাসরি) পরিচালিত জরিপে দেখা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানসিক ও শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে বলে মনে করেন ৭৫ দশমিক ১ শতাংশ তরুণ। এ ছাড়াও ৪৩ দশমিক ৮ শতাংশ মনে করেন সামাজিক প্রত্যাশা ও পারিবারিক দায়িত্ব তাদের শারীরিক-মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। এমনকি ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে সমন্বয়হীনতার প্রভাব ফেলছে ৪৩ দশমিক ৬ শতাংশের এবং বর্তমান সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক কারণ মানসিক ও শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে বলে মনে করেন আরও ৩৭ দশমিক ৯ শতাংশ তরুণ।
তবে অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত জরিপের ফলাফলে কিছুটা তারতম্য রয়েছে। ১ হাজার ৬৬৩ জন তরুণের মধ্যে অনলাইনে পরিচালিত জরিপে দেখা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানসিক ও শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে বলে মনে করেন ৬৪ দশমিক ৮ শতাংশ তরুণ, বর্তমান সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক কারণ প্রভাব ফেলছে ৫৪ দশমিক ৭ শতাংশের মধ্যে, চাকরিতে নিরাপত্তাহীনতা প্রভাব ফেলছে ৫৩ দশমিক ৬ শতাংশ তরুণের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে।
জরিপ ফলাফলে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার হচ্ছে তরুণরা। জরিপে অংশগ্রহণকারী ৫৫ দশমিক ১ শতাংশ তরুণ সরাসরি জরিপে ও ৭৩ দশমিক ১ শতাংশ তরুণ অনলাইন জরিপে এমনটাই মত দিয়েছে। এ তথ্যই বলে দেয় যে, জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণরা এখন আগের চেয়ে আরও বেশি সচেতন। এ ছাড়াও জীবিকার মাধ্যম হিসেবে বাংলাদেশি তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা দিন দিন বাড়ছে বলে জরিপে উঠে এসেছে। বর্তমানে ৫২ দশমিক ৫ শতাংশ তরুণ সরাসরি ও ৫১ দশমিক ৫ শতাংশ তরুণ অনলাইন জরিপে ভবিষ্যৎ পেশা হিসেবে উদ্যোক্তা হতে চেয়েছে।
এদিকে দেশের শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তরুণরা। সরাসরি ও অনলাইন জরিপে যথাক্রমে ৭১ শতাংশ ও ৮৬ দশমিক ৪ শতাংশ তরুণ মনে করেন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি শিক্ষার অবাধ পরিবেশ বজায় রাখার অন্তরায়। এ ছাড়া সরাসরি জরিপে ৭৭ দশমিক ৪ শতাংশ তরুণ বাংলাদেশের শিক্ষাব্যবস্থা চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে মনে করলেও অনলাইন জরিপের ক্ষেত্রে ৭৯ দশমিক ৩ শতাংশ তরুণ তা মনে করে না বলেও জরিপের ফলাফলে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন রিসার্চ ম্যানেজার আবুল খায়ের সজীব জানান, সমগ্র বাংলাদেশ থেকে সর্বমোট ১ হাজার ৫৭৫ জন তরুণ মাঠ পর্যায়ে এবং এ ছাড়াও অনলাইনের মাধ্যমে আরও ১ হাজার ৬৬৩ জন তরুণ এই জরিপে অংশ নেয়। দেশজুড়ে অক্টোবর ও নভেম্বর মাস এ জরিপ পরিচালনা করা হয়। জরিপে তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, জলবায়ু পরিবর্তন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসন, তথ্য ও দৃষ্টিভঙ্গি এবং অভিপ্রয়াণ বিষয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়। এ জরিপের ফলাফলে তরুণদের আকাক্সক্ষা ও উদ্বেগ উভয়ই উঠে এসেছে।
জরিপ প্রসঙ্গে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ বলেন, যুব সমাজের প্রত্যাশা অনুযায়ী আগামীর রূপরেখা তৈরির জন্য ইয়ুথ ম্যাটার্স সার্ভে একটি প্রমাণভিত্তিক দলিল। এই সমীক্ষণটি আমাদের দেখিয়েছে যে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে যুব সমাজ সবার আগে সংস্কার চায়। তারা চায় দেশে দুর্নীতি বন্ধ হোক, স্বজনপ্রীতি দূর হোক, নাগরিকদের-বিশেষ করে নারীদের অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত থাকুক।
এ ক্ষেত্রে এই তরুণ সমাজের যাবতীয় আকাক্সক্ষাগুলো বাস্তবায়ন করা প্রত্যেকের দায়িত্ব বলেও মনে করেন তাহসিনাহ আহমেদ। এ সময় বিওয়াইএলসির স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মুনিরা সুলতানা বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য যথাযথভাবে প্রস্তুত করতে পারছে না। এ সমস্যার সমাধানে বিওয়াইএলসি তাদের প্রোগ্রামগুলোর মধ্যে সমস্যা সমাধান, সংঘাত নিরসন এবং জনসমক্ষে কথা বলার মতো গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো অন্তর্ভুক্ত করছে, যাতে শিক্ষার্থীরা শ্রমবাজারের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।
![দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরূপ প্রভাবের শিকার ৭৫ ভাগ তরুণ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)