ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৪ | ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ
নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ: সৈয়দা রিজওয়ানা হাসান
১৯ নভেম্বর, ২০২৪ | ১০:৪৯ এএম
![নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ: সৈয়দা রিজওয়ানা হাসান](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/19/20241119104831_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। এই রূপান্তরের জন্য সময়োপযোগী ও সমতাভিত্তিক আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন
সোমবার (১৮ নভেম্বর) কপ২৯ বিশ্ব জলবায়ু সম্মেলনে ওয়ার্ল্ড ব্যাংক-আইএমএফ প্যাভিলিয়নে আয়োজিত ‘রোড টু নেট জিরো: নেভিগেটিং দ্য এনার্জি ট্রানজিশন ইন সাউথ এশিয়া’ শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে মোট জ্বালানির ৪০% নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে এই লক্ষ্য পূরণে চীনকে সোলার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাংলাদেশে স্থানান্তরের অনুরোধ জানানো হয়েছে, যা সোলার প্যানেলের আমদানি নির্ভরতা কমাবে। পাশাপাশি সোলার প্যানেলের ওপর কর হ্রাসসহ নীতিমালা পুনর্বিবেচনার কাজ চলছে।
জাতিসংঘের একটি আয়োজনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আপডেটেড এনডিসি বাস্তবায়নের জন্য ২০৩০ সালের মধ্যে ১৭৬ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, যার মধ্যে ৩২ বিলিয়ন ডলার বাংলাদেশ নিজস্ব উদ্যোগে অর্জন করবে। বাকি অর্থ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভর করবে। বাংলাদেশ আগামী বছর এনডিসি ৩.০ জমা দেওয়ার পরিকল্পনা করছে।
তিনি আরও বলেন, “জিরো নেট কার্বন নিঃসরণ, দারিদ্র্যমুক্তি এবং কর্মসংস্থান সৃষ্টির ‘থ্রি জিরোস’ ভিশন বাস্তবায়নে আমরা বিশ্ব নেতাদের সহযোগিতা কামনা করছি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বাংলাদেশের নদীগুলো পরিষ্কারে জার্মানির সহায়তাও চাইছি।”
পরে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের আয়োজিত “আর্টিকেল ৬ ইমপ্লিমেন্টেশন পার্টনারশিপ” সেশনে অংশ নিয়ে তিনি জাপানের কাছে সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং বিনিয়োগে সহায়তার আহ্বান জানান।
![নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ: সৈয়দা রিজওয়ানা হাসান](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)