ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৪ | ৯:২১ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
নভেম্বরের মধ্যে চূড়ান্ত হচ্ছে অর্থনৈতিক শুমারি ২০২৪
৯ অক্টোবর, ২০২৪ | ৯:২১ এএম
![নভেম্বরের মধ্যে চূড়ান্ত হচ্ছে অর্থনৈতিক শুমারি ২০২৪](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/09/20241009092039_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সঠিক পরিকল্পনার জন্য চলতি বছরের নভেম্বরের মধ্যে অর্থনৈতিক শুমারি-২০২৪ চূড়ান্ত করা হচ্ছে। শুমারির কার্যক্রম সফলভাবে শেষ করতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে 'ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)'-বোর্ড রুমে আয়োজিত মতবিনিময় সভায় সংশ্লিষ্টরা এ তথ্য জানান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং এফবিসিসিআইর যৌথ এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সচিব মো. মাহবুব হোসেন, বিশেষ অতিথির বক্তব্যে শুমারির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) এস এম শাকিল আখতার এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)
প্রশাসক মো. হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব হোসেন, বলেন, 'অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের প্রকৃত আর্থিক চিত্র তুলে ধরতে চাই, যা ভবিষ্যতে নীতি প্রণয়নে সহায়ক হবে। এ প্রক্রিয়ায় ব্যবসায়িক সমাজের সহযোগিতা জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে শুমারির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) এস এম শাকিল আখতার বলেন, 'আজকের মতবিনিময় সভার মাধ্যমে পাওয়া দিকনির্দেশনা দেশের অর্থনৈতিক পরিকল্পনা তৈরিতে অবদান রাখবে। আর পরিসংখ্যান ব্যুরো মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'অর্থনৈতিক শুমারি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য এফবিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, 'শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ব্যবসায়ী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাদের সহযোগিতা ছাড়া শুমারি সম্পন্ন করা সম্ভব হবে না। তারা শুমারির প্রক্রিয়া এবং এর গুরুত্ব সম্পর্কে জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সহায়তা করতে পারে।' প্রসঙ্গত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিভিন্ন ধরনের শুমারি পরিচালনা করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জনশুমারি, কৃষি শুমারি ও অর্থনৈতিক শুমারি।
দেশের সর্বপ্রথম অর্থনৈতিক শুমারি ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়, এরপর ২য় অর্থনৈতিক শুমারি ২০০১ এবং ২০০৩ সালে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়, ৩য় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- শুমারি
![নভেম্বরের মধ্যে চূড়ান্ত হচ্ছে অর্থনৈতিক শুমারি ২০২৪](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)