ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৪ | ১:০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
নিম্নমুখী চাহিদায় কমেছে তামার দাম
১৩ নভেম্বর, ২০২৪ | ১:০ এএম
![নিম্নমুখী চাহিদায় কমেছে তামার দাম](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/13/20241113163758_original_webp.webp)
ছবি: সংগ্রহ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর থেকে ঊর্ধ্বমুখী হয়েছে ডলারের বিনিময় হার। এছাড়া শীর্ষ ধাতব পণ্য ব্যবহারকারী দেশ চীনের নিম্নমুখী চাহিদায় গতকাল বিশ্ববাজারে কমেছে তামার দাম।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য নেমেছে ৯ হাজার ২৯৯ ডলারে। গত সোমবার এলএমইতে ১৬ সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্নে নেমেছে ধাতুটির দাম। সেদিন প্রতি টন তামার মূল্য স্থির হয়েছিল ৯ হাজার ২৮২ ডলারে।
সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম কমেছে দশমিক ৮ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭৫ হাজার ৯২০ ইউয়ানে (১০ হাজার ৫০০ ডলার ২৬ সেন্টে)।
সাকডেন ফাইন্যান্সিয়াল জানায়, চীন থেকে পরবর্তী আর্থিক প্রণোদনার কার্যকারিতার প্রতি খুব কম মনোযোগ দেয়া হচ্ছে। তাই আমরা মনে করি, ডলারের বিনিময় হারই চলতি সপ্তাহে ধাতুটির মূল্য নির্ধারণে প্রধান প্রভাবক হিসেবে কাজ করবে। এছাড়া বিনিয়োগকারীরা ডোনাল্ড ট্রাম্পের চীনের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকির ব্যাপারে উদ্বিগ্ন। এতে ধাতুটির চাহিদা কমে যেতে পারে।
![নিম্নমুখী চাহিদায় কমেছে তামার দাম](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)