ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২২ জানুয়ারি, ২০২৫ | ৯:২৬ এএম
অনলাইন সংস্করণ
নির্বাচনের আাগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে যাবে চীন
২২ জানুয়ারি, ২০২৫ | ৯:২৬ এএম
![নির্বাচনের আাগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে যাবে চীন](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/22/20250122091948_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চীন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন না হওয়া পর্যন্ত বাংলাদেশকে সহায়তা প্রদান করবে তারা। এ ছাড়া, বাংলাদেশের জন্য ঋণের সময়সীমা বাড়ানোর এবং সুদের হার কমানোর আশ্বাসও দিয়েছে দেশটি, যা বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
মঙ্গলবার, ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াও ওয়েনের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে অব্যাহত সমর্থন প্রদান করবে।
এ বৈঠকে, বাংলাদেশের চীনের সঙ্গে যমুনা নদী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে। এই সমঝোতাটি নদী ব্যবস্থাপনা, পানি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে দুদেশের সহযোগিতা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চীনের এই প্রতিশ্রুতি বাংলাদেশের জন্য অর্থনৈতিক সহায়তা বৃদ্ধির একটি ইতিবাচক দিক, বিশেষ করে বর্তমানে যখন দেশের অর্থনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জিং। ঋণের সময়সীমা বাড়ানো এবং সুদের হার কমানোর মাধ্যমে বাংলাদেশ আরও সহজ শর্তে অর্থায়ন পেতে পারবে, যা অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে সহায়ক হবে।
এছাড়া, চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও দৃঢ় করার জন্য ভবিষ্যতে বিভিন্ন খাতে নতুন পরিকল্পনা গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সম্পর্কের এই উন্নতি বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত হতে পারে।
![নির্বাচনের আাগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে যাবে চীন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)