ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ
নির্বাচিত সরকার না আসলে বিনিয়োগে স্বস্তি ফিরবে না: বিটিএমএ
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪৩ এএম

ছবি: সংগ্রহ
নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশে বিনিয়োগে স্বস্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন বস্ত্রকল মালিকদের সংগঠন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি জানিয়েছেন, নির্বাচনের তারিখ জানা না থাকলে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হবেন না এবং দেশের শিল্প কারখানা অনিশ্চয়তার কারণে রাতারাতি বন্ধ হয়ে যেতে পারে।
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শওকত আজিজ রাসেল বলেন, “যদি নির্বাচনের তারিখ জানা থাকতো, তাহলে উদ্যোক্তাদের জন্য কিছুটা স্বস্তি আসতো। তবে, নির্বাচনের তারিখ না জানলে, বিনিয়োগকারীদেন জন্য অনিশ্চয়তার পরিবেশ তৈরি হবে, যা তাদের বিনিয়োগে বাধা সৃষ্টি করবে।”
এছাড়া, বিটিএমএ সভাপতি বর্তমান অর্ন্তবর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, “বর্তমান সরকার সংস্কার কাজ করছে, তবে কিছু বিষয় বাস্তবায়ন করা সম্ভব নয়।"
শিল্প কারখানায় চাঁদাবাজি এবং আওয়ামী লীগের ডাকা হরতাল সম্পর্কেও তিনি মন্তব্য করেন। শওকত আজিজ রাসেল জানান, “কর্মসংস্থান না থাকলে চাঁদাবাজি হয়। কিছু লোক চাঁদা আদায়কেই ব্যবসা হিসেবে নেয়। হরতালও মূলত এ কারণেই ডাকা হয়। কর্মসংস্থান থাকলে হরতাল করার লোক থাকবে না।”
এ সংবাদ সম্মেলনে বিটিএমএর সাবেক ও বর্তমান কমিটির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) এর আয়োজন সম্পর্কে আলোচনা করা হয়।
