ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০৯:৪৬ এএম

নেতানিয়াহুর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভট তত্ত্ব প্রত্যাখ্যান সৌদি আরবের

৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০ পিএম

নেতানিয়াহুর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভট তত্ত্ব প্রত্যাখ্যান সৌদি আরবের

ছবি: সংগ্রহ

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভট তত্ত্ব নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতি দিয়েছে। 

 

এর আগে, নেতানিয়াহু বলেছিলেন- ‘সৌদি আরবে অনেক খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন হোক।’ যা নিয়ে মিশর এবং জর্ডানও নিন্দা করেছে। নেতানিয়াহুর ওই বক্তব্য প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সৌদি আরব। যদিও বিবৃতিতে সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরাসরি মন্তব্যের উল্লেখ করা হয়নি।

 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গাজায় ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর ক্রমাগত হামলা এবং ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল করার প্রয়াস থেকে মনোযোগ সরিয়ে নেয়ার লক্ষ্যে এই ধরনের বক্তব্য দেয়া হয়েছে।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থ এবং সেই ভূমির সঙ্গে এর মানসিক, ঐতিহাসিক ও আইনি সম্পর্ক কী, এই উগ্রপন্থি ও দখলদারদের বুঝার সক্ষমতা নেই। এই ভূমিতে ফিলিস্তিনি জনগণই প্রথমে বসবাসের অধিকার রাখে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি জনগণের তাদের ভূমির ওপর পূর্ণ অধিকার রয়েছে এবং তারা সেখানে অনুপ্রবেশকারী বা অভিবাসী নয়। চরমপন্থি ধারণার সমর্থকরাই শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাখ্যান করে, আরব দেশগুলোর গৃহীত শান্তি উদ্যোগ প্রত্যাখ্যান করে এবং ৭৫ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি জনগণের ওপর অবিচার করে সত্য, ন্যায়বিচার, আইন এবং জাতিসংঘের সনদে প্রতিষ্ঠিত মূল্যবোধের লঙ্ঘন করছে।

মন্ত্রণালয় জনায়, ফিলিস্তিনি জনগণের অধিকার ‘দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে এবং যত সময়ই লাগুক না কেন কেউ তাদের কাছ থেকে এটি কেড়ে নিতে পারবে না’। বিবৃতিতে আরও বলা হয়, শুধুমাত্র দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করে স্থায়ী শান্তি অর্জিত হবে।

 

বৃহস্পতিবার ইসরায়েলের ডানপন্থি সংবাদমাধ্যম চ্যানেল ফোরটিনকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদি আরবে অনেক খালি জায়গা আছে। তাই সেখানে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র করতে। এসময় প্রস্তাবিত গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকেও ঔদ্ধত্যের সঙ্গে নাকচ করেন তিনি।

 

ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। এছাড়া আগে থেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দিয়ে রেখেছে সৌদি আরব।

নেতানিয়াহুর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভট তত্ত্ব প্রত্যাখ্যান সৌদি আরবের