ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ সেপ্টেম্বর, ২০২৪ | ২:৩০ পিএম
অনলাইন সংস্করণ
পদত্যাগ করলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম
১১ সেপ্টেম্বর, ২০২৪ | ২:৩০ পিএম
![পদত্যাগ করলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম](https://i.vatbondhu.com/images/original-webp/2024/09/11/20240911143040_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি স্বাস্থ্যগত কারণ উল্লেখ করেছেন।
আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরীর স্বাক্ষর করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। স্বাস্থ্যগত কারণে এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেছেন।
এদিকে এফবিসিসিআই সূত্রে জানা গেছে, মাহবুবুল আলম সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ই-মেইলের মাধ্যমে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।
এর আগে ২০২৩ সালের ২ আগস্ট এফবিসিসিআই পরিচালনা পর্ষদের ২০২৩-২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত হন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম।
![পদত্যাগ করলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)