ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:১৪:০৯ পিএম

পদ্মা রেলের ভঙ্গের উপক্রম! ৫ স্টেশনের ক্যাবল চুরি, সিগনাল ব্যবস্থা বিকল, যাত্রীদের দুর্ভোগ

২২ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৬ পিএম

পদ্মা রেলের  ভঙ্গের উপক্রম! ৫ স্টেশনের ক্যাবল চুরি, সিগনাল ব্যবস্থা বিকল, যাত্রীদের দুর্ভোগ

ছবি: সংগ্রহ

মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন সহ পদ্মা রেল সংযোগ প্রকল্পের নতুন পাঁচটি রেল স্টেশনের ক্যাবল চুরি যাওয়ায় সিগন্যাল সিস্টেম বিকল হয়ে যাওয়ায় প্লাটফর্মে থামতে পারছে না ট্রেন।

 

পদ্মা সেতু কর্তৃপক্ষ ও রেল সংযোগ প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন,সেতুর রেল সংযোগ প্রকল্পের সিবিআই সিগন্যালিং সিস্টেমের আওতায় থাকা ৫টি ট্রেন স্টেশনের ক্যাবল চুরি হওয়ায় বিকল হয়ে পরেছে যাত্রীবাহী ট্রেনের সিগন্যাল ব্যবস্থা।

 

এতে স্টেশনগুলোতে ট্রেন যথাযথ স্থানে থামতে পারছে না। আর দ্রুতগতির রেললাইনের এই আধুনিক স্টেশনগুলো দিয়ে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে।

 

 

এর আগে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেশন ও নিমতলা স্টেশনের ক্যাবল চুরি হয়। সবশেষ ১৭ সেপ্টেম্বর মাদারীপুরের শীবচর স্টেশনে ক্যাবল চুরি যায়। এর আগে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা স্টেশনের তারও চুরি যায়। এতে স্টেশনগুলোর স্বয়ংক্রিয় সিগন্যাল বক্স ক্ষতিগ্রস্ত হয়।

 

মাওয়া রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ম্যানুয়ালি লাইন নির্দিষ্ট করা হয়েছে। মাসখানেক ধরে এই সংকট শুরু হয়েছে যা এখনো চলমান। তাই উদ্ভূত পরিস্থিতিতে মেরামতের কাজ শুরুর পাশাপাশি স্টেশনগুলোতে ৬ জন করে প্রহরী নিয়োগ দেওয়া হয়েছে। শীঘ্রই এ সমস্যা সমাধানের আশা করছেন কর্তৃপক্ষ।

পদ্মা রেলের  ভঙ্গের উপক্রম! ৫ স্টেশনের ক্যাবল চুরি, সিগনাল ব্যবস্থা বিকল, যাত্রীদের দুর্ভোগ