ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:১৪ এএম
অনলাইন সংস্করণ
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে দ্রুতগামী ট্রেন চলাচল শুরু
২৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:১৪ এএম
![পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে দ্রুতগামী ট্রেন চলাচল শুরু](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/24/20241224091439_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে চালু হয়েছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে খুলনা রেলস্টেশন থেকে প্রথমবারের মতো যাত্রা করে এই ট্রেনটি। যাত্রার প্রথমদিন ৫৫৩ জন যাত্রী নিয়ে সকাল ৬টায় ট্রেনটি খুলনা থেকে রওনা দেয় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
পদ্মা সেতু হয়ে নতুন এই রুটে সময় কমেছে উল্লেখযোগ্যভাবে। খুলনা থেকে ঢাকা পৌঁছাতে মাত্র ৩ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগছে। ২১২ কিলোমিটার দূরত্ব কমার ফলে যাত্রীদের সময়ের পাশাপাশি ভাড়াতেও সাশ্রয় হচ্ছে।
খুলনা রেলস্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. আশিক আহমেদ জানিয়েছেন, প্রথমদিনে ৭৬৮ সিটের ট্রেনটি ধারণক্ষমতার ৬৯ শতাংশ যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। এতে রয়েছে ১১টি যাত্রীবাহী কোচ এবং একটি লাগেজ ভ্যান। যাত্রাপথে ট্রেনটি নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, কাশিয়ানী, এবং পদ্মা সেতু পার হয়ে ঢাকায় পৌঁছাবে।
‘জাহানাবাদ এক্সপ্রেস’ সপ্তাহে ছয় দিন চলাচল করবে। সোমবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি। এছাড়া এটি ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ নামে চলবে। দিনে দুইবার খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল পথে ট্রেনটি চলাচল করবে।
যাত্রীদের প্রতিক্রিয়া
দক্ষিণাঞ্চলের মানুষ এই রুটে ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত। দ্রুত যাতায়াতের পাশাপাশি ভাড়া কম থাকায় নতুন এই সেবাটি যাত্রীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। রেলওয়ের এই উদ্যোগ দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
![পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে দ্রুতগামী ট্রেন চলাচল শুরু](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)