ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৪৭:১০ পিএম

পাইপলাইনে চট্টগ্রাম থেকে জ্বালানি তেল আসছে ঢাকায়

১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৪ পিএম

পাইপলাইনে চট্টগ্রাম থেকে জ্বালানি তেল আসছে ঢাকায়

ছবি: সংগ্রহ

চট্টগ্রাম থেকে ঢাকা অঞ্চলে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি প্রান্ত থেকে দুই কোটি লিটার ডিজেল পাম্প করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ডিজেলটি গোদনাইল পৌঁছাবে এবং এরপর ফতুল্লা ডিপোতে যাবে। এই কার্যক্রমকে 'লাইন প্যাকিং' বলা হচ্ছে।

 

 

প্রকল্পটির পরিচালক মো. আমিনুল হক জানান, গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রান্ত থেকে ডিজেল পাম্পিং শুরু হয়েছে এবং ইতোমধ্যেই ডিজেল কুমিল্লা পার করেছে। পুরো পাইপলাইনটি পূর্ণভাবে ভরাতে প্রয়োজন হবে তিন কোটি ১৭ লাখ লিটার ডিজেল। তিনি বলেন, লাইন প্যাকিং শেষে আগামী মার্চে আনুষ্ঠানিকভাবে গোদনাইল ও ফতুল্লা ডিপোতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে।

 

 

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে নতুন যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেন তিনি। বিপিসি কর্মকর্তারা জানান, এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধ করা সম্ভব হবে এবং ২৭ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহের সক্ষমতা সৃষ্টি হওয়ায় বছরে ২৫০ কোটি টাকারও বেশি সাশ্রয় হবে।

 

 

চট্টগ্রাম থেকে ঢাকামুখী পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্পটি ২০১৮ সালে শুরু হয়, তবে করোনাসহ বিভিন্ন জটিলতায় প্রকল্পের কাজ শুরু হয় ২০২২ সালে। এখন নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা কাটিয়ে অবশেষে সফলভাবে শেষ হয়েছে এই কাঙ্ক্ষিত প্রকল্পের কাজ।

পাইপলাইনে চট্টগ্রাম থেকে জ্বালানি তেল আসছে ঢাকায়