ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৫ | ২:২১ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেওয়া হয়েছে
১৩ জানুয়ারি, ২০২৫ | ২:২১ পিএম
![পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেওয়া হয়েছে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/13/20250113142132_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, দুই দেশের জনসংখ্যার পরিমাণ বিবেচনায় বর্তমানে বাণিজ্যের পরিমাণ যথেষ্ট কম, তবে উভয় দেশের জন্যই বাণিজ্য বৃদ্ধি করার যথেষ্ট সুযোগ রয়েছে।
গত রোববার (১২ জানুয়ারি) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম শেখের নেতৃত্বে এক পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, ভিসা সহজীকরণ, সরাসরি ফ্লাইট পরিচালনা এবং ভবিষ্যত বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শেখ বশির উদ্দীন বলেন, বাংলাদেশ এবং পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে আরও বেশি ডায়ালগ হওয়া প্রয়োজন। এ ধরনের সহযোগিতা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং উভয় পক্ষই লাভবান হবে।
পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে কৃষিজাত দ্রব্য উৎপাদন, বিপণন, শিক্ষা, পর্যটন এবং সিরামিক খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এ সময় তারা বাংলাদেশের ব্যবসায়ীদের পাকিস্তানে বিনিয়োগ করার জন্য 'এক্সপোর্ট ফ্যাসিলিটেশন স্কিম' চালুর কথা জানান। পাকিস্তান সরকার এই স্কিমের মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের সুযোগ তৈরি করেছে।
এছাড়া, পাকিস্তান প্রতিনিধিদল বাংলাদেশে ট্রেড এক্সপো আয়োজনের আগ্রহও প্রকাশ করেছে। বাংলাদেশে পাকিস্তান থেকে সরাসরি ফ্লাইট চালু এবং ভিসা ব্যবস্থা সহজীকরণের বিষয়েও তারা আলোচনা করেন।
উল্লেখযোগ্য, পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদল এফবিসিসিআই-এর আমন্ত্রণে ঢাকা সফর করছে। তাদের আগমনের মাধ্যমে দু’দেশের ব্যবসায়িক সম্পর্কের উন্নয়ন এবং সহযোগিতার নতুন সুযোগ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- পাকিস্তানের সঙ্গে
- বাণিজ্যিক
- সম্পর্ক
- টেকসই করতে
- উদ্যোগ
![পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেওয়া হয়েছে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)