ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:৫৬:৩০ পিএম

পাকিস্তানে স্বর্ণের খনিতে সৌদি বিনিয়োগ

২৩ জানুয়ারি, ২০২৫ | ৮:৩০ পিএম

পাকিস্তানে স্বর্ণের খনিতে সৌদি বিনিয়োগ

ছবি: সংগ্রহ

বিকাশের পর্যায়ে থাকা বিশ্বের অন্যতম বড় তামা ও স্বর্ণের মজুদের একটি পাকিস্তানের রেকো ডিক প্রকল্প। এ প্রকল্পে অর্থায়নের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের খনিজ সম্পদ বিনিয়োগ তহবিল।


রেকো ডিক প্রকল্পের উন্নয়নে যুক্ত রয়েছে বারিক গোল্ড। সৌদি মানারা মিনারেলস ৯০০ কোটি ডলারের প্রকল্পটিতে ১০-২০ শতাংশ শেয়ার কেনার পরিকল্পনা করছে। এছাড়া উত্তোলিত তামা কেনার জন্য চুক্তি করতে চায় তারা।


এ প্রকল্পে পাকিস্তান সরকারের হিস্যা ২৫ শতাংশ। সেখান থেকে অংশীদারত্ব কিনতে মানারা মিনারেলসের ৫০-১০০ কোটি ডলার খরচ হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

রিয়াদে সম্প্রতি এক সম্মেলনে বারিকের সিইও মার্ক ব্রিস্টো বলেন, ‘এটি একটি বিশাল প্রকল্প, যা পাকিস্তানের অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।’

 

সৌদি বিনিয়োগ এ প্রকল্পের জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। কারণ এটি শক্তিশালী আঞ্চলিক অংশীদার যোগ করবে।

 

রেকো ডিক প্রকল্প পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। যেখান থেকে বছরে চার লাখ টন তামা ও পাঁচ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন হবে।

 

প্রকল্পটির প্রথম ধাপে ৪৫০ কোটি ডলার খরচ হবে। এর মধ্যে বারিক ও পাকিস্তান ১৫০ কোটি ডলার করে দেবে। বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও অন্যান্য পশ্চিমা ঋণদাতার কাছ থেকে আসবে বাকি অর্থ।

পাকিস্তানে স্বর্ণের খনিতে সৌদি বিনিয়োগ