ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৫ | ৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ
পাকিস্তান থেকে চাল আমদানি করছে সরকার
১৫ জানুয়ারি, ২০২৫ | ৯:৪৯ এএম
![পাকিস্তান থেকে চাল আমদানি করছে সরকার](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/15/20250115094615_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ, ১৪ জানুয়ারি ২০২৫, পাকিস্তান থেকে সরকারিভাবে চাল আমদানির জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) এবং বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের মধ্যে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠানে টিসিপির চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক নিজ নিজ পক্ষে সই করেন।
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সমঝোতা স্মারক বাংলাদেশের চালের বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বৃদ্ধি এবং শক্তিশালী করতে সাহায্য করবে।
এ সময় খাদ্যসচিব মো. মাসুদুল হাসান, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি শাকিল আহমেদ মাংনেজো এবং বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফও উপস্থিত ছিলেন।
এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে চাল আমদানি করবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
![পাকিস্তান থেকে চাল আমদানি করছে সরকার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)