ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:০৬:৫৬ পিএম

পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে

২২ ডিসেম্বর, ২০২৪ | ৯:২২ এএম

পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে

ছবি: সংগ্রহ

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী জাহাজ ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ পৌঁছেছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টায় বহির্নোঙরে নোঙর করে জাহাজটি। এবার জাহাজটিতে চিনি, আখের গুড়, ডলোমাইট, সোডা অ্যাশ, থ্রি-পিস, খেজুরসহ নানান ধরনের পণ্য রয়েছে।


জাহাজটি করাচি বন্দর থেকে ৮১১ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে ১১ ডিসেম্বর রওনা দেয়। এতে ৬৭৮ টিইইউস কনটেইনার পাকিস্তান থেকে আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট।

 

চিনি এসেছে ২৮৫ কনটেইনারে, যার পরিমাণ প্রায় ৭,৫০০ টন (১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগ)। ডলোমাইট এসেছে ১৭১ কনটেইনারে। এই কাঁচামাল কাঁচশিল্পে ব্যবহৃত হয় এবং এটি আমদানি করেছে নাসির ফ্লোট গ্লাস ও আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ। এছাড়া ১৩৮ কনটেইনারে সোডা অ্যাশ এবং ৪৬ কনটেইনারে কাপড়ের রোল এসেছে।


আলু আমদানি করা হয়েছে ১৮ কনটেইনারে এবং ২০ কনটেইনারে আখের গুড় এনেছে জয়পুরহাটের পিঅ্যান্ডপি ট্রেডিং। এছাড়া পুরোনো লোহার টুকরা, রেজিন, থ্রি-পিস, খেজুর এবং সংযুক্ত আরব আমিরাত থেকে লুব অয়েল ও যন্ত্রাংশও এসেছে।


‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ এর প্রথম যাত্রায় ৩৭০ টিইইউস কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল। এবার তা দ্বিগুণেরও বেশি হয়েছে। সরাসরি রুট চালু হওয়ায় ব্যবসায়ীদের সময় ও খরচ কমছে। শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর হয়ে আমদানি করার পরিবর্তে সরাসরি জাহাজ আসায় ১০ দিনের মধ্যেই পণ্য হাতে পাচ্ছেন ব্যবসায়ীরা।

 

জাহাজটি চট্টগ্রামে কনটেইনার খালাসের পর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বন্দরের জন্য যথাক্রমে ৪০০ ও ৬০০ টিইইউস খালি কনটেইনার নিয়ে যাবে।


‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ পরিচালিত হচ্ছে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ফিডার লাইনস ডিএমসিসি দ্বারা। এই রুটে সরাসরি সংযোগ দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে। কর্ণফুলী লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা জানান, এই সেবা ব্যবসায়ীদের জন্য আরও সুবিধাজনক হয়ে উঠছে।

 

শিপিং এজেন্ট, বন্দর ব্যবহারকারী এবং আমদানিকারকদের মতে, এই রুট সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করছে।

পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে