ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩০ এএম
অনলাইন সংস্করণ
পাকিস্তান থেকে পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে আসছে পানামার পতাকাবাহী সেই জাহাজ
এর আগে গত ১১ নভেম্বর প্রথমবার জাহাজটিতে করে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে ২৯৭ একক কনটেইনার আনা হয়। এবার আনা হচ্ছে ৮২৫ একক কনটেইনার।
১৯ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩০ এএম

ছবি: সংগ্রহ
পাকিস্তানের করাচি বন্দর থেকে কনটেইনার পণ্য নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ইউয়ান জিয়াং ফা ঝং আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে। আগামী শনিবার (২১ ডিসেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। গত ১১ ডিসেম্বর করাচি বন্দর থেকে যাত্রা করে জাহাজটি।
এর আগে গত ১১ নভেম্বর প্রথমবার জাহাজটিতে করে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে ২৯৭ একক কনটেইনার আনা হয়। এবার আনা হচ্ছে ৮২৫ একক কনটেইনার।
চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর এসব কনটেইনার নামিয়ে ফিরতি যাত্রায় এক হাজার ২০০ একক কনটেইনার নেওয়ার পরিকল্পনা রয়েছে শিপিং কোম্পানিটির।
প্রথমবার কনটেইনারে পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, পোশাক শিল্পের কাঁচামাল আনা হয়েছিল। তবে এবার কি পণ্য আনা হচ্ছে তা এখনও জানা যায়নি।
শিপিং সূত্র দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা 'ফিডার লাইনস ডিএমসিসি' একটি কনটেইনার জাহাজ দিয়ে নতুন এ সেবা চালু করেছে। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেনসি লাইনস লিমিটেড এ সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে।
কর্ণফুলী লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, প্রথম চালানের তুলনায় পাকিস্তান থেকে কন্টেইনার আমদানির সংখ্যা বেড়েছে। বর্তমানে প্রতি ৩৮ থেকে ৪২ দিনে একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রামে আসছে। কনটেইনারের পরিমাণ বাড়তে থাকলে এ রুটে জাহাজের সংখ্যা বাড়তে পারে।
