ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৪ | ৯:২৬ এএম
অনলাইন সংস্করণ
পাচারের অর্থ ফেরাতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক কাল
৯ ডিসেম্বর, ২০২৪ | ৯:২৬ এএম

ছবি: সংগ্রহ
বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিগত ১৫ বছরে পাচার হওয়া ২৩ হাজার ৪০০ কোটি ডলার ফেরাতে আগামীকাল মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) সহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শুরু হবে।
সরকারের এ উদ্যোগ এমন সময় এলো, যখন শ্বেতপত্র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘববোয়াল এবং আমলারা ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি বিভিন্ন সমালোচনার মুখে পড়েছে। সংস্থাটির কার্যক্রমে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক প্রভাব দূর করার দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, “রাজনৈতিক প্রভাবমুক্ত একটি দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করা জরুরি। শুদ্ধি অভিযানের মাধ্যমে দুদককে ঢেলে সাজানো প্রয়োজন।”
গত বছরের ৮ নভেম্বর হাইকোর্ট এক পর্যবেক্ষণে উল্লেখ করে, “দুদক হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মামলায় শ্রম, মেধা এবং অর্থ ব্যয় না করে অতি ক্ষুদ্র দুর্নীতির মামলায় মনোনিবেশ করছে।” এতে জনগণের অর্থের অপচয় হচ্ছে এবং বড় দুর্নীতিগুলো অপরিবর্তিত থাকছে।
রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন, “মানুষের জীবন রক্ষার জন্য দুর্নীতি বন্ধ করতেই হবে।” দুর্নীতির প্রভাব সবচেয়ে বেশি পড়ে সমাজের তৃণমূলে, যেখানে হতদরিদ্র মানুষ বঞ্চিত হয়।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হবে। বিকালে পান্থপথে সেল সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।
দুর্নীতির বিরুদ্ধে এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- আন্তর্জাতিক
- সংস্থার
