ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:৪৭:৪৬ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৫ | ৩:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

পাচার হওয়া সম্পদ চিহ্নিত করতে বিদেশে যাবে প্রতিনিধি দল

২১ জানুয়ারি, ২০২৫ | ৩:৫৬ পিএম

পাচার হওয়া সম্পদ চিহ্নিত করতে বিদেশে যাবে প্রতিনিধি দল

ছবি: সংগ্রহ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি গত রোববার রাজধানীর গুলশানে আয়োজিত নবম গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড (জিএসইএ) অনুষ্ঠানে এ তথ্য প্রদান করেন।

 

 

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, তবে শুধু প্রতিনিধি দল পাঠিয়ে কাজ হবে না। পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকা জরুরি। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে অর্থ পাচারের বিরুদ্ধে মামলা পরিচালনা করছে এবং সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সব অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে তিনি উল্লেখ করেন।

 

 

অর্থ উপদেষ্টা আরও বলেন, পাচার হওয়া অর্থ কোথায় স্থানান্তরিত হয়েছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে বর্তমানে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা কঠিন।

 

 

সম্প্রতি প্রকাশিত একটি শ্বেতপত্রে বাংলাদেশের অর্থ পাচারের পরিমাণ সম্পর্কে তথ্য দেয়া হয়েছে। শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশে ২৩ হাজার ৪০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, যার বর্তমান বিনিময় হার অনুযায়ী পরিমাণ ২৮ লাখ কোটি টাকা। এতে প্রতি বছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার হওয়ার বিষয়টি উঠে এসেছে।

 

 

এদিকে, সরকারের এই পদক্ষেপের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু হলেও এর বাস্তবায়ন কবে নাগাদ সম্ভব হবে, তা নিশ্চিত করা কঠিন বলে অর্থ উপদেষ্টা মন্তব্য করেছেন।

পাচার হওয়া সম্পদ চিহ্নিত করতে বিদেশে যাবে প্রতিনিধি দল