ঢাকা বুধবার, ২ জুলাই, ২০২৫ - ১০:৫৯:২৮ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:১৩ পিএম

অনলাইন সংস্করণ

পার্কিং জটিলতা, ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:১৩ পিএম

পার্কিং জটিলতা,  ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগ্রহ

পশ্চিমবঙ্গের বসিরহাট মহাকুমার ঘোজাডাঙ্গা স্থলবন্দর সড়ক মঙ্গলবার সকাল থেকে অবরোধ করে দিয়েছে পার্কিং মালিকরা। তারা বৈষম্যের শিকার হয়ে আন্দোলন শুরু করেছেন। প্রায় ২৫ বছর ধরে ঘোজাডাঙ্গা সীমান্তে সরকারি পার্কিং ব্যবস্থা না থাকায় বেসরকারি পার্কিং ব্যবহার করছে বিভিন্ন রাজ্য থেকে আসা পণ্যবোঝাই ট্রাকগুলো। তবে, পার্কিং ফি কম হওয়ার পরেও গত তিন বছর ধরে সরকারের পোর্টালে আটকে রয়েছে পার্কিং মালিকদের কয়েক লাখ রুপি, যা ফেরত পায়নি তারা।

 

 

ঘোজাডাঙ্গা সীমান্তে বর্তমানে ৮৪টি বেসরকারি পার্কিং রয়েছে, যা ২৯৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে। এসব পার্কিংয়ের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রায় ৪,০০০ শ্রমিক পরিবার জড়িত। তবে সরকারি পাওনা ফেরত না পাওয়ায় বিপাকে পড়েছেন পার্কিং মালিকরা এবং সেখানে কর্মরত শ্রমিকেরা। ইতোমধ্যে তারা জেলা প্রশাসন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে বিষয়টি নিয়ে আবেদন করেছেন। কিন্তু কোনও সমাধান না পাওয়ায় অবশেষে সড়ক অবরোধের মতো পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

 

 

আজ সকালে, পার্কিং মালিকদের সংগঠন 'ঘোজাডাঙ্গা পার্কিং ওনারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' এর দুই শতাধিক সদস্য সীমান্ত বন্দরের চেকপোস্টের কাছে সড়ক অবরোধ করেন। বিক্ষোভের খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হলেও অবরোধ ওঠানো সম্ভব হয়নি।

 

 

সংগঠনটির সভাপতি নিত্যানন্দ মন্ডল, সম্পাদক রফিকুল ইসলাম এবং মিহির ঘোষ জানান, ঘোজাডাঙ্গা সীমান্তে সরকারি পার্কিং ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে বেসরকারি পার্কিং ব্যবস্থা চলে আসছে। তবে অন্যান্য সীমান্তের তুলনায় এখানকার পার্কিং মালিকরা আর্থিক বৈষম্যের শিকার। সরকারের পাওনা ফেরত না পাওয়ায় আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে তারা বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছেন।

 

 

তারা জানান, যদি তাদের ন্যায্য পাওনা ফেরত না দেওয়া হয় এবং পার্কিং মালিকদের জন্য সুব্যবস্থা না করা হয়, তবে এই আন্দোলন অব্যাহত থাকবে।

পার্কিং জটিলতা,  ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ