ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৪ | ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ
পার্বত্যাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে জোরালো উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা, পিএসসি খসড়া প্রস্তুত
২০ নভেম্বর, ২০২৪ | ১০:২৩ এএম
![পার্বত্যাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে জোরালো উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা, পিএসসি খসড়া প্রস্তুত](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/20/20241120102301_original_webp.webp)
ছবি: সংগ্রহ
পার্বত্য অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। প্রায় তিন দশক আগে করা উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) সংশোধন করে নতুন খসড়া প্রস্তুত করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে পরামর্শক নিয়োগ সম্পন্ন করে পিএসসি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার। পরবর্তীতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বড় আকারে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু করতে চায় রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, প্রথমে পার্বত্যাঞ্চলের গ্যাস ব্লক ২২বি-তে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হবে। এই অঞ্চলটি বান্দরবান, রুমা, আলীকদম, কক্সবাজারের চকরিয়া, আনোয়ারা ও কাপ্তাই এলাকা জুড়ে বিস্তৃত। পেট্রোবাংলার কর্মকর্তারা আশা করছেন, এই অঞ্চলে গ্যাসের বিপুল সম্ভাবনা রয়েছে, কারণ ভারতের ত্রিপুরা রাজ্যের কাছাকাছি এলাকায় বিপুল পরিমাণ গ্যাসের মজুদ খুঁজে পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরূল ইমাম বলেন, "দেশের স্থলভাগে গ্যাস পাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে। প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্যে ১৬০টি কূপ খনন করে ১১টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, অথচ বাংলাদেশ পার্বত্যাঞ্চলে মাত্র ১৪টি কূপ খনন করেছে।" তিনি আরও বলেন, "বিদেশী কোম্পানি যদি এসব অঞ্চলে কাজ করতে আগ্রহী হয়, তবে তা বাংলাদেশের জন্য ইতিবাচক হবে।"
পেট্রোবাংলার পরিচালক (প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, "স্থলভাগে গ্যাস অনুসন্ধানের জন্য পিএসসি খসড়া প্রস্তুত করা হয়েছে এবং পরামর্শক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে। ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে এবং ফেব্রুয়ারি-মার্চের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।"
এছাড়া পেট্রোবাংলার লক্ষ্য হলো, অনাবিষ্কৃত স্থলভাগের গ্যাস অনুসন্ধানে তৎপরতা বৃদ্ধি করা। বর্তমানে দেশজুড়ে গ্যাস উত্তোলন ব্যাপকভাবে কমে এসেছে এবং কয়েকটি গ্যাস ফিল্ড ছাড়া অধিকাংশ ক্ষেত্রে উৎপাদন অপ্রতুল। তাই পেট্রোবাংলা এবং বাপেক্স যৌথভাবে নতুন পিএসসি চূড়ান্ত করে বিদেশী কোম্পানিকে গ্যাস অনুসন্ধানে যুক্ত করার পরিকল্পনা করছে।
২০১১ সালে যুক্তরাষ্ট্রের কনসালট্যান্সি ফার্ম গুস্তাভসন অ্যাসোসিয়েটস একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে পার্বত্য অঞ্চলের কিছু এলাকার গ্যাস মজুদ সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হয়েছিল। এসব এলাকাতে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু করতে চায় বাপেক্স এবং পেট্রোবাংলা।
এদিকে, পার্বত্য অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে আগের উদ্যোগগুলো সীমিত সাফল্য পেয়েছে। তবে নতুন উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলের সম্পদ উত্তোলনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
![পার্বত্যাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে জোরালো উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা, পিএসসি খসড়া প্রস্তুত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)