ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:১৬:১৭ পিএম

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন এখনই বাতিল হচ্ছে না

৭ জানুয়ারি, ২০২৫ | ৯:১৮ এএম

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন এখনই বাতিল হচ্ছে না

ছবি: সংগ্রহ

রোহিঙ্গাদের পাসপোর্ট নেয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই বাতিল করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পাসপোর্টের ভেরিফিকেশন করা গেলে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দেওয়া হবে। এ ব্যাপারে পুলিশ কমিশন কাজ করছে। চলতি বছরের মধ্যেই সবার জন্য ই-পাসপোর্ট করে যেতে চায় অন্তর্বর্তীকালীন সরকার।

 

তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের কারণেই এমআরটি পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে এ সমস্যার সমাধান এরই মধ্যে হয়ে গেছে। এমআরটি পাসপোর্ট আর থাকবে না।

 

এর আগে, ১৭ ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভায় পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন এখনই বাতিল হচ্ছে না