ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:৫২:১৩ পিএম

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুখবর দিল সরকার

৮ জানুয়ারি, ২০২৫ | ৯:১৯ এএম

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুখবর দিল সরকার

ছবি: সংগ্রহ

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নিয়ে দীর্ঘদিনের যে হয়রানি চলছিল, তা এবার দূর হবে বলে জানিয়েছে সরকার। এখন থেকে প্রবাসীরা পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএসের মাধ্যমে তার প্রস্তুতির খবর পাবে। এ উদ্যোগটি প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। তিনি বলেন, "এখন থেকে প্রবাসীদের আর দূতাবাসে গিয়ে পাসপোর্ট প্রস্তুতির বিষয়ে খোঁজ-খবর নিতে হবে না। পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএস পাঠিয়ে জানিয়ে দেয়া হবে।"

 

 

এছাড়া, তিনি জানিয়েছেন যে, গত সরকারের রেখে যাওয়া পাসপোর্ট বিতরণে গতি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে বিদেশে এক লাখ ৯৭ হাজার এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) আবেদন পেন্ডিং ছিল। এর মধ্যে গত তিন সপ্তাহে ১,৮২,৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে, যা শিগগিরই সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে পাঠানো হবে। "আশা করছি, এক মাসের মধ্যে সব পাসপোর্ট প্রবাসীদের হাতে পৌঁছাবে," বলেন তিনি।

 

 

এছাড়া, সরকার দেশের সব প্রবাসী নাগরিকদের ই-পাসপোর্ট দেওয়ার জন্যও কাজ করছে, যা প্রক্রিয়া শেষ হলে আরও দ্রুত এবং সহজ হবে পাসপোর্ট প্রদান।

 

 

প্রবাসী বাংলাদেশিরা এক বছরেরও বেশি সময় ধরে পাসপোর্ট প্রস্তুতির জন্য দাপ্তরিক জটিলতার কারণে বহুবার সমস্যায় পড়েছিলেন। এবার এই নতুন উদ্যোগে তারা নির্ধারিত সময়েই পাসপোর্ট পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে।

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুখবর দিল সরকার