ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ
পিডিবির কাছে বিদ্যুৎ বিক্রিতে সর্বোচ্চ লাভ ভারতীয় ব্যবসায়ী আদানি
২১ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪১ এএম
ছবি: সংগ্রহ
২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বেসরকারি খাত ও ভারত থেকে ৭৯ হাজার ৩৯০ কোটি টাকার বিদ্যুৎ কিনেছে। এর মধ্যে ভারতের ব্যবসায়ী গৌতম আদানির প্রতিষ্ঠানসহ ১০টি কোম্পানি নিয়েছে ৪৭ হাজার ১৯৭ কোটি টাকা, যা বিপিডিবির মোট ব্যয়ের একটি বড় অংশ।
আদানির প্রতিষ্ঠানটি একাই পেয়েছে ১২ হাজার ১৪৬ কোটি টাকা। এই পরিমাণ বিদ্যুৎ কিনেছে বিপিডিবি। আদানি পাওয়ার গত বছর ৮১৬ কোটি ৬৬ লাখ কিলোওয়াট বিদ্যুৎ বিক্রি করেছে, যার জন্য প্রতিষ্ঠানটি বিপিডিবির কাছ থেকে ১২ হাজার ১৪৬ কোটি টাকা পেয়েছে। একই সময়ে, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (বিসিপিসিএল) ৭৫৪ কোটি ৮৭ লাখ কিলোওয়াট বিদ্যুৎ বিক্রি করে ৮ হাজার ৯৩১ কোটি টাকা আয় করেছে।
বিদ্যুৎ খাতে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান সামিট গ্রুপও বিপিডিবির কাছ থেকে ৫ হাজার ৬৪১ কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করেছে।
এছাড়া, চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার আই লিমিটেডের কাছ থেকে বিপিডিবি ৪ হাজার ৯০৮ কোটি টাকার বিদ্যুৎ কিনেছে।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নীতিগত ভুল ও পিডিবির পরিকল্পনায় শর্তে গাফিলতি থাকায়, দেশের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র বর্তমানে তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে পারছে না। ফলে বিপিডিবিকে বেসরকারি খাত ও ভারত থেকে বিদ্যুৎ কিনতে বাধ্য হতে হচ্ছে, যা আর্থিক চাপ বৃদ্ধি করছে।
এদিকে, বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি বিদ্যুৎ খাতে যথাযথভাবে বিনিয়োগ ও সঠিক পরিকল্পনা তৈরি করলে আর্থিক চাপ অনেকটা কমে আসবে এবং বিদ্যুৎ খাতে সমন্বিত উন্নয়ন সম্ভব হবে।