ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৪ | ১:৬ পিএম
অনলাইন সংস্করণ
পেনশনাররাও পাবেন মহার্ঘ্য ভাতা
১৫ ডিসেম্বর, ২০২৪ | ১:৬ পিএম
![পেনশনাররাও পাবেন মহার্ঘ্য ভাতা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/15/20241215130650_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সিনিয়র সচিব বলেন, আপার লিমিট এবং লোয়ার লিমিট নির্ধারণ করে দেয়া হবে। স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে। পেনশনাররাও মহার্ঘ্য ভাতা পাবেন।
সরকারি সব কর্মচারীদের সঙ্গে অবসরে গিয়ে যারা পেনশন ভোগ করছেন তাদেরও মহার্ঘ্য ভাতা দেবে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান আজ রোববার (১৫ ডিসেম্বর) তার দপ্তরে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
তিনি বলেন, মহার্ঘ্য ভাতা দেয়া হবে বলেই কমিটি করা হয়েছে। কত শতাংশ মহার্ঘ্য ভাতা দেয়া হবে সে বিষয়ে কমিটি সুপারিশ করবে।
সিনিয়র সচিব বলেন, আপার লিমিট এবং লোয়ার লিমিট নির্ধারণ করে দেয়া হবে। স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে। পেনশনাররাও মহার্ঘ্য ভাতা পাবেন।
মহার্ঘ্য ভাতার দুটি স্লাব হতে পারে জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, অফিসারদের জন্য একটু কম এবং স্টাফদের জন্য একটু বেশি দেয়া হবে।
মহার্ঘ্য ভাতার বিষয়ে সরকারকে সুপারিশ দিতে মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি করেছে সরকার। এই কমিটি আরো দুইটি সভা করে তাদের সুপারিশ চূড়ান্ত করবে বলে কমিটির সদস্য এবং জনপ্রশাসন সচিব জানান।
![পেনশনাররাও পাবেন মহার্ঘ্য ভাতা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)