ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:২৬:২৬ পিএম

পোলট্রি খাতে বাজার নিয়ন্ত্রণ করছে করপোরেট প্রতিষ্ঠান

১৯ জানুয়ারি, ২০২৫ | ৯:৫১ এএম

পোলট্রি খাতে বাজার নিয়ন্ত্রণ করছে করপোরেট প্রতিষ্ঠান

ছবি: সংগ্রহ

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পোলট্রি খাতে করপোরেট প্রতিষ্ঠানগুলো ফিড, একদিন বয়সী বাচ্চা, ওষুধ এবং বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে একচেটিয়া আধিপত্য সৃষ্টি করছে। এই পরিস্থিতি প্রান্তিক খামারিদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা ক্রমাগত বাড়তি উৎপাদন খরচের মুখে পড়লেও ন্যায্যমূল্য পাচ্ছেন না।

 

 

বিপিএর দাবি, করপোরেট গ্রুপগুলোর পরিকল্পিত আধিপত্য বিস্তারের কারণে খাতটি গভীর সংকটে পড়েছে। বাজারে ব্রয়লার মুরগির দাম ক্রমাগত বাড়ছে। শনিবার ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২১০ টাকা দরে বিক্রি হয়েছে, আর সোনালি জাতের মুরগির কেজি ৩৩০ থেকে ৩৫০ টাকা। মা নুরজাহান চিকেন হাউসের বিক্রয়কর্মী এরশাদ মিয়া জানিয়েছেন, শীতে মুরগির চাহিদা বাড়ে, কারণ এই সময় শহর-গ্রামে নানা অনুষ্ঠান থাকে।

 

 

বিপিএ সভাপতি সুমন হাওলাদার বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের প্রান্তিক খামারিরা তাদের খামার চালাতে পারবেন না। তিনি আরও অভিযোগ করেন যে, কিছু সরকারি কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণে পোলট্রি খাত বিপর্যয়ের মুখে পড়েছে। এই কর্মকর্তারা করপোরেট প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার নামে এমন সিদ্ধান্ত নিচ্ছেন, যা প্রান্তিক খামারিদের অস্তিত্বের জন্য হুমকি।

 

 

তিনি জানান, প্রান্তিক খামারিদের উৎপাদন খরচ ক্রমাগত বাড়ছে, কিন্তু তারা পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না। এর ফলে অনেক খামারি তাদের খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তবে ডিম ও মুরগির উৎপাদনে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।

 

 

বিপিএর দাবি, পোলট্রি খাত রক্ষায় দ্রুত পোলট্রি বোর্ড গঠন করতে হবে এবং প্রান্তিক খামারিদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সহজ শর্তে জামানতবিহীন ঋণ, প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি, ফিড ও ডিওসির দাম নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া এবং অসাধু কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিপিএ।

পোলট্রি খাতে বাজার নিয়ন্ত্রণ করছে করপোরেট প্রতিষ্ঠান