ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৩৬:৩০ পিএম

প্রকল্পে বিনিয়োগ কাটছাঁট, রাজস্ব ও কর্মসংস্থানে প্রভাব

২৮ জানুয়ারি, ২০২৫ | ২:৫ পিএম

প্রকল্পে বিনিয়োগ কাটছাঁট, রাজস্ব ও কর্মসংস্থানে প্রভাব

ছবি: সংগ্রহীত

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতার অভাব এবং সঠিক পরিকল্পনার অভাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বারবার ব্যাহত হচ্ছে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী বরাদ্দ দেওয়া হলেও সেই অর্থ সঠিকভাবে ব্যয় করতে না পারার কারণে প্রকল্পের খরচ ও মেয়াদ উভয়ই বাড়ছে। এর ফলে এডিপির ২৫-৩০ শতাংশও সঠিকভাবে বাস্তবায়িত হয় না।

 

 

 

চলতি অর্থবছরের এডিপি থেকে ৪৯ হাজার কোটি টাকা কাটছাঁটের প্রস্তাব এসেছে। এর মধ্যে সরকারের অংশ থেকে ৩০ হাজার কোটি টাকা এবং বৈদেশিক বরাদ্দ থেকে ১৯ হাজার কোটি টাকা। এটি এডিপির ইতিহাসে সবচেয়ে বড় কাটছাঁট। চলতি অর্থবছরে এডিপির আকার ধরা হয়েছিল ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি টাকা।

 

 

 

পরিকল্পনা কমিশনের তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ১৭.৯৭ শতাংশ, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে কম। এই সময়ের মধ্যে অর্থছাড় হয়েছে ৫০ হাজার ২ কোটি টাকা, যা ২০১৮-১৯ অর্থবছরের পর সর্বনিম্ন।

 

 

 

 

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণ এবং কারিগরি দক্ষতার অভাব প্রকল্প বাস্তবায়নে বড় প্রতিবন্ধকতা। সময়মতো কাজ সম্পন্ন করতে না পারা, সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ না করা, এবং কেনাকাটার ক্ষেত্রে কারিগরি জ্ঞানের অভাব প্রকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

 

 

 

অর্থনীতিবিদদের মতে, প্রকল্প কাটছাঁটের মাধ্যমে টাকা সাশ্রয় করা গেলেও এতে রাজস্ব আয় এবং কর্মসংস্থানের সুযোগ কমে যায়। কাটছাঁটের ফলে অনেক মানুষ কাজ হারান, তাদের ক্রয়ক্ষমতা কমে যায়, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে।

 

 

 

সরকারের উচিত প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ নিশ্চিত করা এবং সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল অনুসরণ করা। পাশাপাশি বৈদেশিক অর্থায়নের সুযোগ আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে এডিপির সফল বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন।

প্রকল্পে বিনিয়োগ কাটছাঁট, রাজস্ব ও কর্মসংস্থানে প্রভাব