ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৫৫:৫৮ এএম

প্রতিষ্ঠান বন্ধ হবে না, জাতীয় সম্পদ সুরক্ষায় উদ্যোগী বাংলাদেশ ব্যাংক

১৯ নভেম্বর, ২০২৪ | ১০:৩১ এএম

প্রতিষ্ঠান বন্ধ হবে না, জাতীয় সম্পদ সুরক্ষায় উদ্যোগী বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগ্রহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের কোনো প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া হবে না। সেটা এস আলম গ্রুপ হোক বা বেক্সিমকো। তিনি বলেন, “প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ। ব্যক্তি থাকুক বা না থাকুক, প্রতিষ্ঠান টিকে থাকবে এবং পরিচালিত হবে।”

 

 

আজ সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এই বক্তব্য দেন। তিনি উল্লেখ করেন, বড় শিল্পগ্রুপগুলোতে অসংখ্য মানুষের জীবিকা জড়িত। তাই প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার জন্য সরকার কাজ করছে।

 

 

গভর্নর আরও বলেন, “সবার আমানতের নিরাপত্তা নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ব্যাংকগুলোর সহায়তা দিতে কোনো অসচেতন সিদ্ধান্ত নেওয়া হবে না। বরং সব হিসাব-নিকাশ করে সঠিক পরিকল্পনার ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হবে।”

 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানান, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে অর্ধেক ঋণ নিয়েছে। পাশাপাশি গ্রুপটির এলসির বিপরীতে প্রায় ২০ হাজার কোটি টাকা দায় পরিশোধ করা হয়েছে। এর অর্ধেক সমন্বয় করা হবে গ্রুপের নামে-বেনামে থাকা শেয়ার থেকে।

 

 

বর্তমানে এস আলম গ্রুপের ১৬০০ কোটি টাকার শেয়ার রয়েছে, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। বাকি ১০ হাজার কোটি টাকার সমন্বয়ের জন্য নতুন শেয়ার ইস্যু করা হবে। বিনিয়োগের জন্য আল-রাজি, আইএফসি এবং অন্যান্য সংস্থাকে আহ্বান জানানো হবে।

প্রতিষ্ঠান বন্ধ হবে না, জাতীয় সম্পদ সুরক্ষায় উদ্যোগী বাংলাদেশ ব্যাংক