ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৪ | ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুনর্বিনিয়োগ সুবিধা পাবেন না
২৫ ডিসেম্বর, ২০২৪ | ১১:৩০ এএম
ছবি: সংগ্রহ
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) নতুন প্রজ্ঞাপন জারি করে সঞ্চয়পত্র ও বন্ড বিনিয়োগের নীতিমালায় স্পষ্টতা এনেছে। গত রোববার জারি করা এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রে পুনর্বিনিয়োগের সুবিধা পাবেন না। এই সুবিধাটি শুধুমাত্র ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য।
অন্যদিকে, আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে চাকরিরত বাংলাদেশি নাবিক, এয়ারওয়েজ কোম্পানির পাইলট এবং কেবিন ক্রুরা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগ পাবেন। এটি দীর্ঘদিন ধরে অস্পষ্ট থাকায় অনেক ক্ষেত্রে তারা এই বিনিয়োগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন।
আইআরডি গত ৩ নভেম্বর সঞ্চয়পত্র এবং বন্ডের মেয়াদি হিসাবের পুনর্বিনিয়োগ সুবিধার নিয়ম চালু করলেও কিছু অস্পষ্টতার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছিল। নতুন প্রজ্ঞাপন সেই অস্পষ্টতাগুলো দূর করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে যে, ব্যক্তি বিনিয়োগকারীরা তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্রে মূল বিনিয়োগের পুনর্বিনিয়োগ করতে পারবেন।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবেও পুনর্বিনিয়োগের সুযোগ থাকবে। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে এক মেয়াদে বিনিয়োগ এবং দুই মেয়াদে পুনর্বিনিয়োগ করা যাবে। নাবিক ও পাইলটদের জন্য বিশেষ সুবিধা
অনিবাসী বাংলাদেশি নাবিক, পাইলট এবং কেবিন ক্রুদের জন্য ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগ নতুন করে নিশ্চিত করা হয়েছে। তবে ‘অনিবাসী’ শব্দটি নিয়ে আগে বিভ্রান্তি থাকায় অনেক ব্যাংক তাদের হিসাব খুলতে রাজি হচ্ছিল না।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন কোম্পানি তাদের ভবিষ্য তহবিলের অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারলেও পুনর্বিনিয়োগের সুযোগ বন্ধ থাকায় হতাশা প্রকাশ করেছে। মৎস্য, পোলট্রি, কৃষি ফার্ম এবং প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এই সীমাবদ্ধতার আওতায় পড়েছে।
নাবিক, পাইলট ও কেবিন ক্রুরা এই সুবিধা পুনরায় চালু হওয়ায় স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুনর্বিনিয়োগ সুবিধা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে।
এই নীতিমালা দেশের অভ্যন্তরীণ সঞ্চয় বাজারে শৃঙ্খলা আনতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এটি আর্থিক কাঠামোতে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
- ট্যাগ সমূহঃ
- প্রাতিষ্ঠানিক
- সুবিধা
- পাবেন না